‘এখানে বিজেপি প্রার্থী দিলে, শাস্তি হবে আমার নেতাদের’, মন্তব্য উদয়নের !

Read Time:3 Minute

২৪ আওয়ার্স টিভি ওয়েব ডেস্ক : পঞ্চায়েত ভোটের আগে এক তৃণমূল বিধায়কের হুঁশিয়ারি দিয়ে বলেন ‘যদি এখানে বিজেপি প্রার্থী দেয়, তাহলে শাস্তি হবে আমার নেতাদের।’। তবে হুঁশিয়ারির ধরণ একটু হলেও আলাদা ছিল । নিজের দলের কর্মীদেরই হুঁশিয়ার করেন কিন্তু আদতে বিরোধীদেরও স্পষ্ট বার্তা দিলেন তৃণমূল বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। সূত্রের খবর ,এই বক্তব্যই এখন ভাইরাল। এই ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে , ‘বিজেপি প্রার্থী দিতে পারবে তখনই, যখন আতিয়ালডাঙার ২টি আসনে, আমাদের লোকেরা বিজেপিকে গিয়ে বলবে, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও দিনহাটা তৃণমূল বিধায়কের হুঁশিয়ারি,তোমরা দাঁড়াও, আমরা আছি। তখন বিজেপি প্রার্থী দিতে পারবে। তাই যদি এখানে বিজেপি প্রার্থী দেয়, তাহলে শাস্তি হবে আমার নেতাদের।’

তৃণমূলের দাপুটে নেতারা পঞ্চায়েত ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে ভোকাল টনিক দিচ্ছেন । ভোট মানে গণতন্ত্রের উৎসব। সকল দলই প্রতিদ্বন্দ্বিতা করবে। মানুষের যাকে ইচ্ছা তাকে ভোট দেবে । সূত্রের খবর , বাস্তবে পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রীর গলায় এহেন সুর শুনে পাল্টা আক্রমণ ছুঁড়ে দিয়েছে বিরোধীরা। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে জানিয়েছেন, ‘উদয়ন গুহ তো প্রচারের জন্য এসব বলেন। তবে নিজেই তাঁর বক্তব্যে বুঝিয়ে দিয়েছেন এবার তাঁরা প্রার্থী দিতে পারবেন না। গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট।’

কখনও দাড়ি-গোঁফ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি, আবার কখনও দাঁত ফেলে দেওয়ার হুমকি,। উদয়ন গুহর এই ধরনের মন্তব্যে বিতর্ক কম হয়নি । এই প্রেক্ষাপটেই শনিবার দিনহাটার তৃণমূল বিধায়কের মুখে শোনা গিয়েছিল এক নয়া হুঁশিয়ারি । উদয়ন গুহ বলেছিলেন, “আরেকবার হুঁশিয়ারি দিয়ে বলে যাই, আমাদের কাছে কিন্তু খবর আছে, আমরা খবর পাই, কারা কারা ভেটাগুড়ির দিতে যায়, কখন যায়। এই ধরনের খবর যদি পাওয়া যায়, ভেটাগুড়ি যাবেন ভাল কথা, কিন্তু ফেরার সময় যদি আপনার গাড়িটা রাস্তার সঙ্গে মিশে যায়, তাহলে কিন্তু আর কারও দোষ দিতে পারবেন না। এই কথাটা যেন মাথায় থাকে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *