এবার পরেশ রাওয়ালের বিরুদ্ধে থানায় গেলেন মহম্মদ সেলিম !

Read Time:3 Minute

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : অভিনেতা পরেশ রাওয়াল বাঙালির জন্য মাছ ভাজার মন্তব্য় নিয়ে বিতর্কে জড়িয়েছেন পড়েছেন । তিনি অবশ্য তীব্র সমালোচনার সম্মুখে পড়ে ক্ষমাও চেয়ে নিয়েছেন । কিন্তু এতেও রেহাই মেলেনি। এবার এফআইআর দায়ের হল অভিনেতার বিরুদ্ধে । সিপিআই (এম) নেতা তথা প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম বলিউড অভিনেতার নামে অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে, শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফেও পরেশ রাওয়ালের এই মন্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে।বিতর্ক শুরু হয় ‘বাঙালিদের জন্য মাছ রান্না করা’র মন্তব্য ঘিরেই । এই মন্তব্য নিয়ে নেটমাধ্যমে তীব্র সমালোচনা। পরেশ রাওয়াল কটাক্ষের মুখে পড়েন । আর এই বৃহস্পতিবার তিনি টুইটে ক্ষমা চেয়ে নিয়েছেন । তিনি বলেন , “মাছ নিয়ে কোনও ইস্যুই নেই, কারণ গুজরাটিরাও মাছ রান্না করেন এবং খান। আমি বাঙালি বলতে বাংলাদেশ থেকে অবৈধ প্রবেশকারী ও রোহিঙ্গাদের বোঝাতে চেয়েছি । তাও যদি আমার মন্তব্যে কারোর ভাবাবেগে আঘাত লাগে, তবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।”

এই মাসের শুরুতেই গুজরাটে বিজেপির হয়ে পরেশ রাওয়াল নির্বাচনী প্রচারে গিয়েছিলেন । তিনি গুজরাটের ভালসাদে নির্বাচনী প্রচারে গিয়ে মন্তব্য করেন , “বর্তমানে গ্যাস সিলিন্ডারের দাম যথেষ্ট বেশি, তবে এই দাম কমে যাবে। সাধারণ মানুষের কর্মসংস্থানও হবে। কিন্তু রোহিঙ্গা বা বাংলাদেশিরা আপনাদের পাশেই বসবাস শুরু করলে কী হবে? তখন আপনি গ্যাস সিলিন্ডার নিয়ে কী করবেন? বাঙালিদের জন্য মাছ রান্না করবেন? গুজরাটের মানুষ মূল্য়বৃদ্ধি সহ্য করে নেবে, কিন্তু এটা একদম নয়…”কিন্তু এই বিতর্ক থামেনি। রাতেই নেতা মহম্মদ সেলিম তালতলা পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ দায়ের করেন এবং একই সঙ্গেন অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়েরের অনুরোধ করেন। এছাড়াও তিনি অভিযোগ করেন , পরেশ রাওয়ালের এই মন্তব্য বাকি দেশের কাছে বাঙালিদের সম্পর্কে ভুল ধারণা তৈরি করছে । তিনি চিঠিতে লিখেছেন , “বাঙালিদের একটি বড় সংখ্যকই রাজ্যের বাইরে বসবাস করেন । পরেশ রাওয়ালের এই মন্তব্যের জেরে রাজ্যের বাইরে বসবাসকারী বাঙালিরা নিশানা ও প্রভাবিত হতে পারেন। ইচ্ছাকৃতভাবে অপমান, শত্রুতা ছড়ানো, জনসাধারণের মধ্যে হিংসা ছড়ানোর মতো অপরাধে পরেশ রাওয়ালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হোক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *