এবার বড়পর্দায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘আনন্দমঠ’

Read Time:2 Minute

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘আনন্দমঠ’ নিয়ে তৈরি হতে চলেছে নতুন ছবি ‘১৭৭০’। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এক বিশেষ ভূমিকা ছিল এই রাজনৈতিক উপন্যাসের। হিন্দি, তামিল, তেলগু, কন্নড়, মালায়লম ও বাংলা, সব মিলিয়ে ৬টি ভারতীয় ভাষায় তৈরি হতে চলেছে এই ছবি। আপাতত চলছে এই ছবির প্রি-প্রোডাকশনের কাজ।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘আনন্দমঠ’কে এবার বড়পর্দায় তুলে আনছেন পরিচালক অশ্বিন গঙ্গারাজু। ছবির নাম ‘১৯৭০’। ১৭৭৩ সালে সংঘটিত উত্তরবঙ্গের সন্ন্যাসী আন্দোলনের ওপর ভিত্তি করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন ‘আনন্দমঠ’। সেই বছরই প্রথম বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশ পেয়েছিল ‘আনন্দমঠ’। এই ছবির উদ্যোক্তা রামকমল মুখোপাধ্যায়। সম্প্রতি প্রকাশ্যে এল এই ছবির প্রথম পোস্টার ও প্রথম টিজার। পোস্টারে দেখা যাচ্ছে গেরুয়া বসনে এক যোদ্ধা, হাতে জড়ানো রুদ্রাক্ষের মালা, যুদ্ধক্ষেত্রে তলোয়ার নিয়ে তিনি ধেয়ে যাচ্ছেন ইংরেজদের দিকে, তলোয়ারে লেগে রক্ত। টিজার ভিডিয়োতেও দেখা গেল সেই একই দৃশ্য। ব্যাকগ্রাউন্ডে বাজছে বন্দেমাতরম ধ্বনি। হিন্দি, তামিল, তেলগু, কন্নড়, মালায়লম ও বাংলা, সব মিলিয়ে ৬টি ভারতীয় ভাষায় তৈরি হবে এই ছবি। আপাতত চলছে এই ছবির প্রি-প্রোডাকশনের কাজ। আগামী অক্টোবর থেকে শুরু হতে চলেছে ‘১৭৭০’ ছবির শ্যুটিং এর কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *