চা মিশিয়ে তৈরি হচ্ছে আইসক্রিম !

Read Time:2 Minute

২৪ আওয়ার্স টিভি ওয়েব ডেস্ক :সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যে অদ্ভুত খাবার তৈরির ভিডিও ভাইরাল হয়, যা দেখে চমকে ওঠেন খাদ্যপ্রেমীরা । নেটিজেনদের মহলে শুরু হয়ে যায় জোরদার সমালোচনা। তবে কয়েকমাস আগে ভাইরাল হয়েছিল বিভিন্ন ধরনের ম্যাগি তৈরির ভিডিও।এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি নতুন নাম। আইসক্রিমের সঙ্গে চা মিশিয়ে তৈরি হয়েছে এক অদ্ভুত পদ। ভারতীয়রা এমনিতেই চা প্রেমী। আর আইসক্রিম অনেকের কাছেই আবেগ। আর এই দুই প্রিয় খাবার নিয়ে এমন ছেলেখেলা মোটেই ভাল চোখে দেখছেন না নেটিজেনরা।ফেসবুকে এক ফুড ব্লগারের পেজে ভাইরাল হয়েছে এই ভিডিও। সেখানে দেখা গিয়েছে, দুধ-চা এর সঙ্গে নতুন করে দুধ এবং চকোলেট মিশিয়ে তৈরি করা হয়েছে এই আইসক্রিম।

আজকাল রোল আইসক্রিম খাওয়ার খুব চল হয়েছে। সেই ধরনের আইসক্রিমই তৈরি হয়েছে এখানে। জানা গিয়েছে, চা মিশিয়ে আইসক্রিম রোল তৈরি করে নাকি দারুণ বিখ্যাত হয়ে গিয়েছেন এই বিক্রেতা। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ভাইরালও হয়েছে এই ভিডিও। তবে বেশিরভাগ নেটিজেনেরই এই ভিডিও একেবারেই পছন্দ হয়নি। তবে এই ভিডিওর ভিউ, কমেন্ট এবং লাইকের সংখ্যা ক্রমশ বাড়ছে। এতদিন আইসক্রিমের অনেক ফ্লেভারই খেয়েছেন সকলে। কিন্তু তাই বলে চা মিশিয়ে আইসক্রিম তৈরি হলে তা যে লোকের পছন্দ হবে না সেটা আন্দাজ করারই ছিল। কিন্তু অদ্ভুত ভাবেই বেশ বিখ্যাত হয়ে গিয়েছেন এই আইসক্রিম বিক্রেতা। ফেসবুকের ভাইরাল ভিডিও দেখে অনেকেই বলেছেন যে একবার চেখে দেখলে মন্দ হবে না। তবে নেটিজেনদের বেশিরভাগই বলেছেন আইসক্রিমের মতো জিনিস নিয়ে এমন পরীক্ষা নিরীক্ষা না করাই ভাল। চা এবং আইসক্রিম দুটোরই আলাদা স্বাদ। ভারতের বেশিরভাগ বাসিন্দাই এই দুই খাবারের ব্যাপারে যথেষ্ট আবেগপ্রবণ। তাই চা মিশিয়ে আইসক্রিম তৈরি করে ফিউশন করতে গিয়ে আসলে সেটা খারাপ হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *