দিল্লির তিরের মুখে রাজ্য সরকার, ঘরে-বাইরে এখন প্রশ্নের আঁচ

Read Time:2 Minute

24Hrs Tv ওয়েব ডেস্ক : স্কুলে দুপুরের খাবার প্রকল্পে বিপুল অঙ্কের টাকা নয়ছয়ের অভিযোগ তুলেছে কেন্দ্র। শোরগোল পড়ে গিয়েছে রাজ্য প্রশাসন ও রাজনৈতিক মহলে। তবে প্রশাসনিক সূত্রের খবর, কয়েক মাস আগেই রাজ্য প্রশাসনের শীর্ষ মহল থেকে মোবাইল বার্তায় মিড-ডে মিল খাতে বরাদ্দ নিয়ে সতর্ক করে দেওয়া হয়েছিল সব জেলা প্রশাসনকে। ৩০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে প্রকল্পের পরিস্থিতি খতিয়ে দেখেছিল কেন্দ্রীয় দল। প্রশাসনিক সূত্র জানাচ্ছে, তার আগে, ২৯ জানুয়ারি নাগাদ মোবাইল বার্তাটি যায় জেলায়।তা হলে কি এই নয়ছয়ের দায়ভার জেলা প্রশাসনগুলির উপরেই বর্তাচ্ছে? কেন্দ্রের অভিযোগ অনুযায়ী গত অর্থবর্ষের প্রথম ছ’মাসে ১৪০.২৫ কোটি মিড-ডে মিল দেওয়ার কথা কেন্দ্রকে জানিয়েছিল রাজ্য। জেলা প্রশাসন কিন্তু রাজ্যকে জানিয়েছিল, ওই সময়ে ১২৪.২২ কোটি মিড-ডে মিল দেওয়া হয়েছে পড়ুয়াদের। যার অর্থ দাঁড়ায়, সংখ্যাটা বাড়িয়ে দেখিয়েছিল রাজ্য সরকারই। কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছেন রাজ্য। সংশ্লিষ্ট মহলের প্রশ্ন, জেলা তো কমই দেখিয়েছিল। তা হলে তাদের সতর্ক করার কথা নিয়ে তুলছে প্রশ্ন।

জেলা-কর্তাদের কাছে পাঠানো মোবাইল বার্তায় রাজ্য বলেছিল, স্কুল বা উচ্চশিক্ষার আওতায় কেন্দ্রীয় অনুদানভুক্ত প্রকল্পগুলির (সিএসএস) ক্ষেত্রে এমন কোনও ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখতে হবে। জেলা প্রশাসনগুলির ‘চাপ’ রাজ্য সরকার বোঝে। তবু এই ধরনের কোনও ঘটনা যাতে না-ঘটে, সে ব্যাপারে সতর্ক করা হয়েছিল বলে নবান্ন সূত্রের খবর। তবে কেন্দ্রের অভিযোগ অস্বীকার করছে রাজ্য। আপাতত খতিয়ে দেখা হবে বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *