পুজোর আগেই টালা সেতুতে শুরু হল যান চলাচল!

Read Time:2 Minute

24 Hrs Tv, ওয়েব ডেস্ক : অবশেষে প্রতীক্ষার অবসান। বৃহস্পতিবার বিকেলেই মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন টালা সেতুর । পূর্ত দফতর জানাচ্ছে, আরও বেশ কয়েকদিন ভারবহন ক্ষমতা সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা চলার পর আজ থেকে যান চলাচল শুরু হল টালা সেতু। চলল ছোট গাড়ির চাকা। জানা গিয়েছে, চতুথীর দিন থেকে চলবে বাস। প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে টালা সেতুর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে সেতু প্রায় ৭৪৪ মিটার লম্বা। যা নির্মাণে খরচ হয়েছে ৪৬৮ কোটি টাকা। সেতুটি চারটি লেন আছে। দুটি ফ্ল্যাঙ্কে বিভক্ত নয়া টালা সেতু। পূর্ত দফতর জানাচ্ছে, আপাতত ডানলপ থেকে শ্যামবাজারের দিকে আসার ফ্ল্যাঙ্ক দিয়ে দু’দিকেই গাড়ি চালানো হতে পারে। আবার প্রয়োজনে টালা সেতুর ওই ফ্ল্যাঙ্কটি একমুখীও রাখা হতে পারে। সেক্ষেত্রে সেতুর লাগোয়া কোনও রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হতে পারে। তবে চতুর্থী থেকে দুটি ফ্ল্যাঙ্কই খুলে দেওয়া হবে বলে পূর্ত দফতর জানিয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের সেপ্টেম্বরে মাঝেরহাট সেতু ভেঙে পড়ে। তারপরই কলকাতার সমস্ত সেতু পরীক্ষার সিদ্ধান্ত নেয় পূর্ত দফতর। স্বাস্থ্য পরীক্ষায় টালা সেতুর ভগ্ন দশা নজরে আসে সরকারের। তারপরই সিদ্ধান্ত নেওয়া হয় টালা সেতু ভেঙে ফেলার। পরিকল্পনা মতো ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে সেতু ভাঙার কাজ শুরু হয়। সেই কাজ শেষ হয় এপ্রিল মাস নাগাদ। ওই বছরের অগস্ট থেকে টালা সেতু নতুন করে নির্মাণ কাজ শুরু হয়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সেতুর উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *