‘ব্রহ্মাস্ত্র’এর মাধ্যমে লক্ষ্মীলাভ বলিউডে

Read Time:1 Minute

দীর্ঘ ৫ বছর পর ৯ সেপ্টেম্বর মুক্তি পেল অয়ন মুখোপাধ্যায়ের ছবি ‘ব্রহ্মাস্ত্র’। প্রথম দিন থেকেই এই ছবি ঝড় তুলে বক্স অফিসে। তাই ছবির সাফল্য দেখেই মনে করা হচ্ছে এই ছবির হাত ধরে বলিউডে লক্ষ্মী ফিরছে। প্রথম দিন এই ছবি ব্যবসা করেছিল ৭৫ কোটি। কিন্তু এরপর গত শনিবার ও রবিবার কার্যত বক্স অফিসে দ্বিগুণ ব্যবসা করেছে এই ছবি। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের এই ছবি ঘিরে প্রথম থেকেই উত্তেজনা তুঙ্গে। প্রি বুকিংয়েই এই ছবি প্রায় ২৩ কোটি টাকা ব্যবসা করেছে। তারমধ্যে প্রথমদিনেই প্রি বুকিং হয়েছে ১১ কোটি টাকার টিকিট। সারা বিশ্ব জুড়ে ৮৯১৩ টি স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’। সোশ্যাল মিডিয়ায় এই ছবি নিয়ে পাওয়া যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। কারোর মতে ছবি টেক্কা দিতে পারে হ্যারি পটার বা মার্ভেল স্টুডিয়োর যেকোনও ছবিকে। তবে বক্স অফিস রিপোর্ট বলছে সারা বিশ্ব জুড়ে ৩ দিনে ‘ব্রহ্মাস্ত্র’ব্যবসা করেছে ২২৫ কোটি টাকার। তার মধ্যে ১৪৬ কোটি টাকার ব্যবসা করেছে শুধুমাত্র ভারতে। শুধুমাত্র হিন্দি ছবিই নয়, দক্ষিণী ছবিকেও, এমনকি সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত যেকোনও ভারতীয় ছবিকে পিছনে ফেলে দিয়েছে ‘ব্রহ্মাস্ত্র’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *