সোমবার মোদীর সামনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল

Read Time:2 Minute

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : গুজরাটে ২২-র বিধানসভা নির্বাচনে দুর্দান্ত ফলাফল করেছে বিজেপি । গেরুয়া শিবিরের ঝুলিতে ১৮২ টি আসন সমন্বিত গুজরাটের বিধানসভায় ১৫৬ আসনই পড়েছে । আর বলার অপেক্ষা রাখে না যে মুখ্যমন্ত্রীর পদে ফের ভূপেন্দ্র প্যাটেলই বসছেন । এবার শনিবার সেই নামেই পড়ল সিলমোহর । আসন ও ভোট শতাংশের নিরিখে নিজেদেরই রেকর্ড ভেঙে দিয়েছে ।তবে গুজরাটের পরবর্তী মুখ্যমন্ত্রীকে বেছে নেওয়ার জন্য শনিবার গান্ধীনগরে নির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে বসে । কমলমে দলের রাজ্য সদর দফতরে অনুষ্ঠিত বৈঠকে সকল বিধায়করা ভূপেন্দ্র প্যাটেলকে নির্বাচিত করেন। তারপরই দ্বিতীয়বারের জন্য তাঁরা গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে ভূপেন্দ্র প্যাটেলকেই বেছে নেন ।

উল্লেখ্য , অমিত শাহ নির্বাচনের আগে বেশ কয়েকবার জানিয়েছে , গুজরাটে আবার বিজেপি ক্ষমতায় আসলে ভূপেন্দ্র প্যাটেলই মুখ্যমন্ত্রী হবেন । এছাড়াও নির্বাচনের ফলাফল প্রকাশের দিনই গুজরাট বিজেপির সভাপতি সিআর পাতিল জানিয়েছিলেন , গুজরাটের পরবর্তী মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রই হবেন । সপ্তম বারের জন্য সরকার গঠনের উদ্দেশে গতকালই মুখ্যমন্ত্রীর পদ থেকে ভূপেন্দ্র প্যাটেল ইস্তফা দিয়েছিলেন । এখন তাঁর বয়স ৬০ বছর । একই সঙ্গে তাঁর ক্য়াবিনেটের সকল মন্ত্রীরাও ইস্তফা দিয়েছিলেন । ইতিমধ্যেই নয়া মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়েছে। আগামী ১২ ডিসেম্বর দ্বিতীয়বারের জন্য ভূপেন্দ্র প্যাটেল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন । সেই শপথ নেওয়ার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *