হিম্বা প্রজাতি মেয়েদের মাত্র একদিন স্নান করার গোপন রহস্য

Read Time:1 Minute

24Hrs Tv ওয়েব ডেস্ক : নারী মানেই সুন্দর,তা সে যেই পরিবেশে থাকুক না কেন। তেমনই উত্তর নামিবিয়ার কুনেনে অঞ্চল যার আদি নাম ছিল কাওকোল্যান্ড সেখানে প্রায় ৫০ হাজার হিম্বা প্রজাতির বসবাস। এই হিম্বা প্রজাতি আদতে এক ধরনের আদিবাসী সম্প্রদায়। উত্তর নামিবিয়ার কুনেনে অঞ্চল যার আগে নাম ছিল কাওকোল্যান্ড, সেখানে প্রায় ৫০ হাজার হিম্বা প্রজাতির বসবাস। এই হিম্বা প্রজাতি আদতে এক ধরনের আদিবাসী সম্প্রদায়। আর এই সম্প্রদায়েরই পুরুষ এবং মহিলারা জীবনে একবারই কেবল স্নান করেছেন। সেটাও আবার তাঁদের বিয়ের সময়েই অ্যাঙ্গোলার কুনেনে নদীর কাছেই আখড়া বসান এই সম্প্রদায়।

তবে আসল বিষয়টি হল শরীর সব সময় চকচকে এবং সুগন্ধের জন্য এক বিশেষ ধরনের আয়ুর্বেদিক ওষুধ ব্যবহার করেন এখানকার মানুষজন।আর বিশেষ এই আয়ুর্বেদিক ঔষধ মহিলাদের চনমনে এবং চাকচিক্যতা এনে দেয়। তবে তাঁরা স্নান করেন না কেন এই বিষয়ে নানান কুসংস্কার রয়েছে। বলা হয় যে এখানকার মহিলারা জলে হাত দিতেই পারেন না। একপ্রকার নিষিদ্ধতা আছে তাঁদের। আর জলে হাত দিতে পারেন না বলেই, নিজেদের কাপড়-জামাও কাচতে পারেন না তাঁরা। তাই তাঁরা স্নান করেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *