গ্ৰামীন মানুষকে টিকাকরণের বিষয়ে সচেতন করতে টিকা নিলেন জম্মু-কাশ্মীরের ১২০ বছর বয়সের বৃদ্ধা

Read Time:2 Minute

করোনার দ্বিতীয় ঢেউ-এর ফলে সারা দেশেই নাজেহাল অবস্থা। আগের বছরের তুলনায় অনেকটাই বেড়েছে সংক্রমণের হার। যার ফলে মৃত্যুর হার বেড়েছে দেশে। আর এই সব কিছুর মধ্যে দেশে অক্সিজেন, রক্ত এবং হাসপাতালে বেডের অভাব দেখা যাচ্ছে। বিশেষ করে এই কারণেই মৃতের সংখ্যা আরও বেড়েছে।

কিন্তু এই সময় করোনা সঙ্গে মোকাবিলা করার জন্য যে জিনিস সবচেয়ে প্রয়োজন তা হল ভ্যাকসিন। কিন্তু এই সময় টিকার অভাব দেখা যাচ্ছে। আবার গ্ৰামের অনেক মানুষ ভয় পাচ্ছেন টিকা নিতে। তবে এবার এই ভয় উপেক্ষা করে নজির গড়লেন ১২০ বছর বয়সের জম্মু-কাশ্মীরের ঢোলি দেবী নামের এক বৃদ্ধা।

তার এই কর্মকান্ডের জন্য সেনাবাহিনীর কমান্ডার লেফটেন্যানিট জেনারেল ওয়াইকে জোশী তাঁকে স্মারক দিয়ে সম্মান জানান। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়তে ঢোলি দেবীর টিকাকরণ বিশেষ গুরুত্ব বহন করছে। অন্যদিকে সেনাবাহিনীর এক সেনা তার কাজের প্রশংসা করে বলেছেন, “এই মহামারীর অন্ধকারে আশার আলো নিয়ে আসেন ঢোলি দেবীর মতো মানুষেরা। ওনাকে দেখে অনুপ্রাণিত হয়েই বর্তমানে গোটা গ্রাম টিকাকরণের জন্য এগিয়ে এসেছে।”

এই প্রসঙ্গে ঐ বৃদ্ধার নাতি জানিয়েছেন, “১২০ বছর বয়সে টিকা নিয়েও কোনও শারীরিক সমস্যার মুখে পড়তে হয়নি তাঁকে। সামান্য জ্বরটুকুও আসেনি। যদি তাঁর কোনও সমস্যা না হয়, তবে বাকিরাও টিকা নিয়ে সুরক্ষিতই থাকবেন, এই বার্তাই দিতে চেয়েছেন তিনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *