বিজেপিতে যোগ শিণ্ডে শিবিরের ২২ বিধায়কের, দাবি উদ্ধবের

Read Time:2 Minute

24 Hrs Tv, ওয়েব ডেস্কঃ জানা গিয়েছে,মহারাষ্ট্রের মুখ‌্যমন্ত্রী একনাথ শিণ্ডে শিবিরের ৪০ জন বিধায়কের মধ্যে ২২ জনই ‘ক্ষুব্ধ’ এবং খুব শীঘ্রই তাঁরা বিজেপিতে যোগ দিতে চলেছেন। এমনই দাবি করেছে শিব সেনার উদ্ধব ঠাকরে শিবিরের মুখপত্র ‘সামনা’য়। বর্তমানে এই নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।
‘সামনা’র ‘রোকঠোক’ কলামে বলা হয়েছে, একনাথ শিণ্ডেকে ‘অস্থায়ীভাবে’ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী করা হয়েছে। মুখপত্র থেকে জানা গিয়েছে, “যে কোনও সময় শিণ্ডের মুখ্যমন্ত্রিত্ব পদ চলে যেতে পারে। শিণ্ডে শিবিরের আন্ধেরি পূর্বের উপনির্বাচনে প্রার্থী দেওয়া উচিত ছিল, কিন্তু বিজেপির জন্যই তারা সেটা করেনি।”
শুধু তাই নয়। ‘সামনা’র বিশ্লেষণ অনুযায়ী, “মহারাষ্ট্রে শিণ্ডে শিবির গ্রাম পঞ্চায়েত ও সরপঞ্চ নির্বাচনে যে সাফল্যের দাবি করছেন, তা একেবারেই ভিত্তিহীন। শিণ্ডে শিবিরের ২২ জন বিধায়ক অখুশি, ক্ষুব্ধ। এঁদের সিংহভাগ অচিরেই বিজেপির সঙ্গে মিশে যাবে।” উদ্ধব ঠাকরে জানান, শিণ্ডে মহারাষ্ট্রের প্রভূত ক্ষতি করেছেন। আর তাই মহারাষ্ট্রবাসী তাঁকে কোনওদিন ক্ষমা করবে না। বিজেপি শিণ্ডেকে নিজেদের সুবিধার জন্য চিরকাল ব্যবহার করবে এমনটাই জানা গিয়েছে। ‘সামনা’র প্রতিবেদন অনুযায়ী,সরকারের সব সিদ্ধান্তই উপমুখ্যমন্ত্রী বর্তমানে দেবেন্দ্র ফড়ণবিস গ্রহণ করেন। একনাথ শিন্ডের কাজ মুখ্যমন্ত্রী হিসেবে এই সিদ্ধান্তগুলি ঘোষণা করা।
মহারাষ্ট্রজুড়ে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে ভাল ফল করেছে শিব সেনার উদ্ধব শিবির। গত কয়েক সপ্তাহে শিণ্ডে শিবির থেকে বেশ কয়েক জন নেতা উদ্ধব শিবিরে যোগও দিয়েছেন। তাতেই উৎসাহী উদ্ধব ঠাকরে। শিণ্ডে শিবিরকে যে কোনও প্রকারে দুর্বল এবং বিজেপির অংশ হিসাবে দেখানোর চেষ্টা করছেন তিনি। যদিও উদ্ধবের দাবি পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *