
২৪ আওয়ার্স টিভির তরফে সেরা শারদ সম্মান উচ্ছেপোতা যুব শক্তি সংঘকে
Read Time:1 Minute
24Hrs Tv ওয়েব ডেস্ক : দূর্গাৎসবকে কেন্দ্র করে হাজার হাজার থিমের ভিড়েও অম্লান উচ্ছেপোতা যুব শক্তি সংঘের সার্বজনীন শ্রীশ্রী দূর্গাৎসব। এবারে তাঁদের দূর্গাপুজো ৩৯ তম বর্ষে পা দিল। এক অভিনব ভাবনায় সেজে উঠেছে সাবেকিয়ানার সাজ। সাবেকিয়ানার ছোঁয়ায় এবারে তাঁদের ভাবনা গ্লোবাল ওয়ার্মিং বিষয়টিকে তুলে ধরে সকলকে সচেতন করা। প্রকৃতির উপর যে ধ্বংসলীলা চলছে তা অবিলম্বে বন্ধ করা । উচ্ছেপোতা যুব শক্তি সংঘের সার্বজনীন শ্রীশ্রী দূর্গাৎসব পরিদর্শনে গিয়েছিল ২৪ আওয়ার্স টিভি।
তাঁদের এই অভিনব ভাবনাকে যথাযথ সম্মান জানাতে অরিয়ন পেস্ট প্রেসেন্ট বাই শারদ সম্মান ২০২৩ ২৪ আওয়ার্স টিভির পক্ষ থেকে সেরা শারদ সম্মান তুলে দেওয়া হয়। সেরা শারদ সম্মান হাতে পেয়ে উচ্ছাস প্রকাশ করলেন উচ্ছেপোতা যুব শক্তি সংঘের সদস্য়রা।