২৪ আওয়ার্স টিভির শারদ সম্মান ২০২৩-এর সেরার সেরা পুজো সুইস পার্ক কালচারাল অ্যাসোসিয়েশন
Read Time:1 Minute
24Hrs Tv ওয়েব ডেস্ক : পুজোর শহরে শুধুই থিমের বাহার। কিন্তু এখনও সাবেকিয়ানাকেই আঁকড়ে ধরে রেখেছে সুইস পার্ক কালচারাল অ্যাসোসিয়েশন। এবারে তাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ। এবারেও সাবেকিয়ানা ঐতিহ্য বহন করেই গোটা মণ্ডপ জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে হস্তশিল্প। সাবেকিয়ানার থিমের নাম কলামন্দির। অরিয়ন পেস্ট প্রেসেন্ট বাই শারদ সম্মান ২০২৩ ২৪ আওয়ার্স টিভির পক্ষ থেকে সেরার সেরা পুজো ছিনিয়ে নিল সুইস পার্ক কালচারাল অ্যাসোসিয়েশন।
এখনও শহরের আনাচে কানাচে জিইয়ে রয়েছে কুটির শিল্প। আর সেই কুটির শিল্পকেই বাঁচানোর বার্তা সুইস পার্ক কালচারাল অ্যসোসিয়েশনের। অসাধারণ শিল্পের হাতের নিপুণ কারুকার্যে ফুটে উঠেছে মণ্ডপ সজ্জা। সাবেকায়ানা ও সাধারণের মেলবন্ধনে ২৪ আওয়ার্স টিভির পক্ষ থেকে অরিয়ন পেস্ট প্রেসেন্ট বাই ২০২৩ শারদ সম্মান পেল সুইস পার্ক কালচারাল অ্যাসোসিয়েশন।