24Hrs Tv-এর তরফে সেরা পুরস্কার পেল বাঁশদ্রোণী পল্লী উন্নয়ন সমিতি

24Hrs Tv ওয়েব ডেস্ক : এ যেন বিয়ের মণ্ডপ। মণ্ডপে সাজানো আছে গাছকৌট। রয়েছে আলোর ঝলকানি। গোটা মণ্ডপ জুড়ে বাজছে বিয়ের সানাই। আর মূল মণ্ডপে প্রবেশ করলেই দেখা যাবে বর কনে। বাঁশদ্রোণী পল্লী উন্নয়ন সমিতির এবারের ভাবনা ‘গাঁটছড়া’। ৩২তম বর্ষে পদার্পণ করে এইবারে তাদের অভিনব ভাবনায় অরিয়ন পেস্ট প্রেসেন্ট বাই শারদ সম্মান ২০২৩ ২৪ আওয়ার্স টিভির তরফে সেরা পুজোর তকমা পেল বাঁশদ্রোণী পল্লী উন্নয়ন সমিতি। আর এই হরপার্বতীর বিয়ে দেখতে মণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *