
সূচনা হল ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের
২৪ আওয়ার্স টিভি, সৌরভ দত্ত : ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হল। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, সৌরভ গঙ্গোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট, রানি মুখোপাধ্যায়, অরিজিৎ সিংয়ের মতো তারকারা। উপস্থিত ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন ডোনা গঙ্গোপাধ্যায় এবং তাঁর দল। উপস্থিত ছিলেন টলিউডের তারকারা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল মল্লিক সহ প্রায় গোটা টলিপাড়াই উপস্থিত। প্রদীপ জ্বালিয়ে এই বছরের চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন অমিতাভ বচ্চন।
এদিন ভাষণের বিগ বি বলেন, ‘এখানে আসার জন্য আপনাদের সঙ্গে কথা বলার জন্য আমিও তিনবছর ধরে অপেক্ষা করছি। আপনাদের আদরের ডাক বাংলার জামাই, আমি সারাজীবন আপনাদের জামাই-ই থাকব। কলকাতা তো আমার বাড়ির মতো। মমতাজিকে ধন্যবাদ। আমাকে আবার চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ জানানোর জন্য।’ কলকাতাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘কলকাতা তোমাকে স্যালুট, আমাকে আমার প্রথম চাকরি দেওয়ার জন্য। তোমাকে ধন্যবাদ জয়াকে ওর প্রথম বাংলা ছবি ‘মহানগর’ দেওয়ার জন্য। সত্যজিৎ রায়ের সঙ্গে ওটাই ছিল ওঁর প্রথম কাজ। শুদ্ধতা এবং সম্প্রীতিই বাংলার পরিচয়।’ এদিন শাহরুখ খানকে আনতে এগিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন শুভশ্রী। বিনোদন জগতে ২৫ বছর পূরণ করায় এই বছর চলচ্চিত্র উৎসবে রানি মুখোপাধ্যায়কে বিশেষ সম্মান দেওয়া হয়। এই বছর ৫২টি দেশের অতিথিরা থাকবে। ২২ ডিসেম্বর পর্যন্ত এই উৎসব চলবে।