বাইকের রেষারেষিতে প্রাণ গেল ৩ যুবকের

Read Time:2 Minute

24Hrs Tv, ওয়েব ডেস্কঃ গত মঙ্গলবার রাতে বাইক রেষারেষির জেরে দুর্ঘটনায় মৃত্যু তিন জনের। ঘটনাটি ঘটেছে বাসন্তী হাইওয়েতে বামনঘাটা বকডোবা এলাকায়। আহত আরও এক যুবক। মঙ্গলবার গভীর রাতে বামনঘাটা থেকে বেরিয়েছিলেন রাহুল নস্কর, জয় গায়েন, পুলিশ সূত্রে খবর। তাঁদের দুজনেরই বাড়ি বামনঘাটায়। কারও মাথায় হেলমেট ছিল না বলে অভিযোগ। বকডোবা এলাকায় শুভজিৎ লাহা ও রাকেশ দাসের সঙ্গে বাইক নিয়ে রেষারেষি করছিলেন ওই দুই যুবক, সূত্রের খবর। সেই সময় পিছন দিক থেকে আসা একটি লরি ধাক্কা দেয়। চার যুবক রাস্তায় ছিটকে পড়েন। রক্তে ভেসে যায় গোটা এলাকা।
তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন একজন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। মৃতদের নাম রাহুল নস্কর, জয় গায়েন ও শুভজিৎ লাহা, পুলিশ সূত্রে খবর। এখনও জানা যায়নি মৃত শুভজিতের বাড়ি কোথায়। আহত রাকেশ দাসও বামনঘাটার বাসিন্দা। এই ঘটনায় স্বাভাবিকভাবেই গোটা এলাকায় শোকের ছায়া পরেছে।
উল্লেখ্য, দুর্ঘটনা রুখতে একাধিক পদক্ষেপ করেছে প্রশাসন। বিভিন্নভাবে সচেতনতার বার্তা দেওয়া হয়েছে রাজ্যের তরফে। হেলমেট পরা আবশ্যক করা হয়েছে। কেউ নির্দেশিকা অমান্য না করেন, সেইজন্য বাড়ানো হয়েছে জরিমানাও। তারপরেও হেলমেট ছাড়াই পথে নামছেন বহু বাইকার। গতিই অকালে কেড়ে নিচ্ছে প্রাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *