৪৯-এও ‘সুইট সিক্সটিন’ মালাইকা

Read Time:2 Minute

24HrsTv, ওয়েব ডেস্কঃ ৫০ ছুঁইছুঁই। কিন্তু এখনও দেখলে সুইট সিক্সটিন বলে ভ্রম হয়। আজ মালাইকার জন্মদিন। ৪৯-এ পা দিলেন তিনি। কোনও কালে পুরোদস্তুর অভিনয় করেননি নায়িকা হিসেবে। এ যাবৎ শুধু আইটেম সং-এই দেখা গিয়েছে তাকে। তিনি আর কেউ নন, অভিনেত্রী মালাইকা আরোরা। কেরিয়ারের শুরুতেই তিনি ছিলেন ভিডিও জকি। নয়ের দশকে একাধিক মিউজিক ভিডিও, বিজ্ঞাপনেও দেখা গিয়েছে। তবে ‘দিল সে’ ছবিতে ‘ছাঁইয়া ছাঁইয়া’ গানটিই ঘরে ঘরে পরিচিতি হয়ে ওঠে মালাইকার।
মালাইকার বাবা অনিল আরোরা, পাঞ্জাবি; মা জয়সি পলিকার্প মলয়ালি ক্যাথলিক। তিনি মডেলিং বা অভিনয়ে আসার কথা ভাবেনইনি কখনও এমনটাই জানা গিয়েছে। তিনি শিক্ষিকা হতে চেয়েছিলেন।
ছোট থেকেই স্কুলে পড়ার সময় শিশুমন নিয়ে গভীর আগ্রহ ছিল। কিন্তু আচমকাই ভিডিও জকি হিসেবে মুখ দেখানোর সুযোগ পান টিভিতে। চার বছর বয়স থেকে নাচ শেখেন আরোরা। টমবয় নামেও তার পরিচিতি কম ছিল না। তথাকথিত মেয়েসুলভ কোনও ভাললাগা বা আচরণ তাঁর মধ্যে ছিলই না বলে জানিয়েছেন তিনি নিজেই। জানা গিয়েছে একটি কফির বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে আরবাজ খানের সঙ্গে আলাপ হয় তার। অল্পদিনের মধ্যেই ঘনিষ্ঠতা এবং তারপরেই বিয়ের সিদ্ধান্ত। তাঁদের এক সন্তান , আরহান খান। পরে যদিও বা বিয়ে ভেঙে যায় আরবাজের সঙ্গে।
৫০-এর দোরগোড়ায় পৌঁছেও যে ভাবে নিজেকে ফিট রেখেছেন, তা সত্যি প্রশংসনীয়।
যখন মালাইকার বয়স ১১, বিবাহবিচ্ছেদ হয় মা-বাবার। বোন অমৃতা তাই সন্তানসমই তাঁর কাছে। বিবাহবিচ্ছেদের সময় আরবাজের সঙ্গে তীব্র বিতর্কে পড়েন মালাইকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *