
সাধন পাণ্ডের শারীরিক অবস্থা খুবই সঙ্কটজনক
সাধন পাণ্ডের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটময়। এখনও ভেন্টিলেশনেই রয়েছেন মানিকতলার তৃণমূল বিধায়ক । বেড়েছে ফুসফুসের সংক্রমণ। হৃদস্পন্দনও অনিয়মিত। দুদিন আগে প্রায় অচৈতন্য অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে চিন্তায় চিকিৎসকরা। একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে তার জন্য সেই মেডিক্যাল বোর্ডের সদস্যরা তাঁকে নিয়মিত পর্যবেক্ষণে রাখছেন। তবে তাঁর শারীরিক অবস্থা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন রয়েছ চিকিৎসক মহল ।
পাশাপাশি শ্রেয়া পান্ডে বলেন “সোশ্যাল মিডিয়া তে আমার বাবার সম্পর্কে ভিত্তিহীন ভুল খবর ছড়িয়েছে। এটি আমার পরিবারকে, আমার বাবার অনুগামীদের বেদনাহত করেছে এবং আমি এই বিষয়ে সারাখন ফোন পেয়েই যাচ্ছি। দয়া করে এ জাতীয় জিনিস রটনা থেকে বিরত থাকুন। এটি সংবেদনশীল সময় এবং আমরা জানি যে আপনারা চিন্তিত, তাঁর শীঘ্রই সুস্থ হয়ে উঠার জন্য আমাদের কেবল আপনাদের প্রার্থনা দরকার। আমার বাবা একজন যোদ্ধা এবং তিনি এবারও আমাদের সকলের জন্য সুস্থ হয়ে উঠবেন । প্রার্থনার শক্তি অসীম তার জন্য আপনারা সেই প্রার্থনায়ই করুন। “