৫০০ কোটি পার পাঠানের প্রথম সপ্তাহেই

Read Time:1 Minute

২৫ জানুয়ারি বুধবার মুক্তি পেয়েছিল পাঠান ছবিটি। বক্স অফিসের প্রতিদিনের বেড়ে চলা সংখ্যাটা সমস্ত বিতর্ককে ছাপিয়ে গিয়েছে। প্রথম রবিবারেই দেশে ছাড়িয়েছে ৬০ কোটির ব্যবসা। ১০০ কোটির ব্যবসা বিশ্বজুড়ে। মুক্তির পর প্রথম রবিবারেই পাঠানের দ্বিতীয় সেরা দিন।

শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন অভিনীত পাঠান প্রথম দিনই ৫২ কোটি টাকার ব্যবসা করেছিল শুধুমাত্র ভারতে। এরপর প্রতিদিন বাড়তে থাকে অঙ্ক। কোনওদিন ৫০ কোটি তো কোনওদিন ৩৭ কোটি। হিন্দি, তামিল, তেলেগু মোট তিনটি ভাষায় মুক্তি পেয়েছে পাঠান। রবিবারের অঙ্কটা এখনও পর্যন্ত দ্বিতীয় বৃহত্তম আয়। বিশ্বব্যাপী রবিবারের আয় ১০০ কোটি, সেখানে দেশে আয় ৬০.৭৫ কোটি। দেশে কেবলমাত্র রবিবার হিন্দি ভার্সন থেকে আয় হয়েছে ৫৮.৫০ কোটি। তামিল-তেলেগুর ডাবিং ভার্সনে আয় ২.২৫ কোটি। শুধু তাই নয়, পাঁচদিনে পাঠান ৫০০ কোটির ঘরেও প্রবেশ করেছে। বলা ভালো বলিউডের বহু নামজাদা ছবির রেকর্ডকেও পাঁচদিনেই ছাপিয়ে গিয়েছে পাঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *