
24Hr Tv ওয়েব ডেস্ক : আগামী ২৮ শে উদ্বোধন হতে চলেছে নতুন সংসদ ভবন। মোদী সরকারের স্বপ্নের প্রকল্প তথা নয়া সংসদ ভবনের উদ্বোধনের মুহূর্তকে স্মরণীয় করতে রাখতে সেই বিশেষ কয়েন আনা হচ্ছে বাজারে। কয়েনে লেখা থাকবে ‘ পার্লামেন্ট কমপ্লেক্স’ বা সংসদ ভবন। সেইসঙ্গে নয়া সংসদ ভবনের ছবি থাকবে সেই কয়েনে বলে সূত্রের খবর। ৭৫ টাকার কয়েনের ডিজাইন থেকে শুরু করে এর নকশাতে থাকবে বিশেষত্ব। নতুন সংসদ ভবনের নকশা হল ত্রিভুজাকার। নতুন কয়েনটিও একই রমকের নকশায় বাজারে আনার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।
এছাড়াও আরও জানা যাচ্ছে যে ৭৫ টাকার কয়েনের ওজন হবে ৩৫ গ্রাম। ৫০% রূপো এবং ৪০% তামা থাকবে। এছাড়া ৫% জিঙ্ক ও নিকেল থাকবে এই কয়েনে। শুধু তাই নয় যেহেতু নয়া সংসদ ভবনের স্মরনে এই কয়েন তাই সংসদ ভবনের ছাপ থাকবে। নকশার দিক থেকে কয়েনের একপাশে থাকবে অশোক স্তম্ভ। যার ঠিক নীচে টাকার মূল্য অর্থাৎ ‘৭৫ টাকা’ লেখা থাকবে। মুদ্রার অপর প্রান্তে নতুন সংসদ ভবনের নকশা খোদাই করা হবে। হবে এবং উপরে ও নিচে লেখা থাকবে সংসদ কমপ্লেক্স।
সেই সঙ্গে কয়েনের নিচের দিকে লেখা থাকবে কোন বছরে কয়েনটি বাজারে আনা হয়েছে অর্থাৎ ২০২৩ সালের উল্লেখ থাকবে। ২০২৩ সালে যেহেতু শুরু হচ্ছে তাই লিখা থাকবে ২০২৩। অশোক স্তম্ভ ও থাকবে কয়েনটিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৮ মে, রবিবার দিল্লিতে নতুন সংসদ ভবন উদ্বোধন করতে চলেছেন। বর্তমান সংসদ ভবনের লোকসভায় ৫৪৩ জন ও রাজ্যসভায় ২৫০ জন বসতে পারেন। নতুন সংসদ ভবনে লোকসভায় ৮৮৮ জন এবং রাজ্যসভায় ৩০০ জন সংসদ সদস্য বসতে পারে।