
ভবানীপুরে একটি ১০ বছরের বাচ্চা মেয়েকে ধর্ষণ !
২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : নদীয়ার হাঁসখালি এলাকা সংলগ্ন ভবানীপুরে একটি ১০ বছরের বাচ্চা মেয়েকে নেশারদ্রব্য খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে । নির্যাতিতার পরিবারের পক্ষ্যে থেকে দাবি করা হয় গতকাল রাত থেকেই ওই ১০ বছরের নাবালিকা নিখোঁজ ছিল । সূত্রের খবর , প্রথমে নাবালিকার দাদা খোঁজাখুঁজি করে,তারপরে জানাজানি হওয়ার পরে প্রতিবেশীরাও অনেকেই খোঁজাখুঁজি করে । তারপরে কিছু ঘন্টা কেটে গেলেও ওই ১০ বছরের বাচ্চা মেয়েকে খুঁজে না পাওয়ায় চিন্তা বাড়তে থাকে পরিবারের । ভোর চারটে নাগাদ এক আত্মীয়র বাড়ির পাশ থেকে ওই ১০ বছরের বাচ্চা মেয়েকে পাওয়া যায় বলে দাবি পরিবারের এবং অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা । অভিযোগ ওঠে নেশারদ্রব্য খাইয়ে ধর্ষণ করে প্রতিবেশী অভ্র বিশ্বাস। এমনটাই অভিযোগ উঠেছে অভ্র বিশ্বাস বিরুদ্ধে । পরিবারের লোকজন হাঁসখালি থানায় খবর দেয়, এবং অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত অভ্র বিশ্বাসকে গ্রেফতার করে হাসখালী থানা এলাকার বগুলা এলাকা থেকে গ্রেফতার করে নদীয়ার হাসখালী থানার পুলিশ ।
অন্যদিকে ওই ১০ বছরের নির্যাতিতাকে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় বগুলা গ্রামীণ হাসপাতালে। পরিবারের লোকজন জানিয়েছেন তাদের মেয়েকে ধর্ষণ করা হয়েছে ফলে প্রশাসনের পক্ষ থেকে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে পুলিশ সূএে খবর। এই বিষয়ে ওই ১০ বছরের বাচ্চা মেয়ের দাদা সুমন বিশ্বাস এবং মামা কৃষ্ণেন্দু মন্ডল শাস্তির দাবি তোলেন তারা । উল্লেখ্য, এর আগেও দু-দুবার এই ঘটনার সাক্ষী রয়েছে নদীয়ার হাঁসখালি থানা এলাকা । কিছুদিন আগে নদীয়ার হাঁসখালি থানার সংলগ্ন এলাকা চাপড়ি গ্রাম এলাকায় ধর্ষনের ঘটনায় সাক্ষী এবং সেই ঘটনার ঘা শুকোতে না শুকোতে কিন্তু আবারও নদীয়ার হাঁসখালি থানা এলাকা সংলগ্ন ভবানীপুর এলাকায় আবারো সাক্ষী থাকলো এই ধর্ষণের ঘটনা, কি কারণে বারংবার নদীয়ার হাসখালি থানা এলাকা এই ধর্ষণের ঘটনা সাক্ষী থাকছে বারংবার এবং কী কারণবশতই এই ঘটনা ঘটে চলেছে নদীয়ার হাঁসখালি থানা এলাকায় সেই বিষয়েই তদন্ত নেমেছে হাঁসখালি থানার পুলিশ । এবং বারংবার কিন্তু এই একই ঘটনা উঠে আসছে এই নদীয়ার হাঁসখালি থানা এলাকা থেকে। কেনই বা এই ঘটনা ঘটছে বারংবার বিরোধী দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই নদীয়ার হাঁসখালি থানা এলাকায় সিবিআই-দিয়ে তদন্ত করা হোক এই নদীয়ার হাঁসখালি থানার গোটা এলাকায় এবং আবারো কিন্তু সাক্ষী থাকলো নদীয়ার হাঁসখালি থানা এলাকা সংলগ্ন ভবানীপুর এলাকা । আবারও এক মর্মান্তিক দৃশ্যের সাক্ষী থাকলো হাঁসখালি এলাকার সাধারণ মানুষ।