
রেশনে গম থেকে বঞ্চিত এক শ্রেণীর গ্রাহক
২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : শীতকালে গমের চাহিদা যথেষ্ট, অধিকাংশ এলাকায় রেশনে আর কে এস ওয়াই ওয়ান এবং টু কার্ডের গ্রাহক দীর্ঘদিন ধরে গম পাচ্ছে না বলে অভিযোগ । অনেক জায়গাতে এখনো কম্পিউটার স্লিপ দেওয়া হচ্ছে না। দীর্ঘদিন ধরে এই সমস্যা চলে আসছে, গম যদি নাই থাকবে তাহলে স্লিপে কেনো লেখা থাকছে? কেন্দ্রের রেশন কার্ডের(AAY,PHH,SPHH) গ্রাহকরা আটা ও গম দুটোই পাবে। অথচ রাজ্যের কার্ডের গ্রাহকেরা শুধুমাত্র চাল কেন এই দ্বিচারিতা? কেন্দ্রের রেশন কার্ডে একসাথে আটা এবং গম দেওয়ার কোন যৌক্তিকতা আছে কি? এ ব্যাপারে রাজ্য সরকারি কেন চুপ করে বসে আছে? আরো অভিযোগ কেন্দ্রের তরফ থেকে ঠিকমতো সার্ভে না হওয়ায় রেশন কার্ড যোগ্য গ্রাহকেরা পায়নি ফলে অপেক্ষাকৃত ধনী ব্যক্তিরা এই রেশন কার্ড পাওয়ায় তারা উক্ত রেশন দ্রব্য চাল ,গম ,আটা ফেরিওয়ালার কাছে, খোলা বাজারের চড়া দামে বিক্রি করে দিচ্ছে। আর যারা প্রকৃত এই রেশন দ্রব্যের প্রাপক তারা রেশন দ্রব্য থেকে বঞ্চিত হচ্ছে।

প্রধানমন্ত্রী আবাস যোজনার মত পুনরায় কেন্দ্রের রেশন কার্ডের সার্ভে করা প্রয়োজন, ধনী ব্যক্তিদের কেন্দ্রিয় রেশন কার্ড বাতিল করা দ্রুত জরুরী। কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারেরই এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেই। দুয়ারে রেশন এবং প্রধানমন্ত্রীর গরীব কল্যাণ অন্ন যোজনার রেশন দ্রব্য নিয়ে উভয়ের দলই রাজনীতি করছে। এতে করে ভবিষ্যৎ প্রজন্মের কর্মসংস্কৃতি নষ্ট হচ্ছে মানুষ অলস হয়ে যাচ্ছে।

শ্রমের ও অর্থের মূল্যায়ন নষ্ট হচ্ছে। সাধারণ মানুষের বক্তব্য দুয়ারে রেশনের অতিরিক্ত কমিশন রেশন ডিলারদের না দিয়ে ওই কমিশনের অর্থ দিয়ে সাধারণ মানুষের রেশন দ্রব্যের বরাদ্দ বাড়ানো হোক, সাধারণ মানুষ রেশন দোকান থেকেই রেশন নিতে পারবে। আর কেন্দ্রের দেওয়া রেশন শুধুমাত্র উপযুক্ত যোগ্য পরিবার গুলিকে দেওয়া হোক। এতে করে সরকারেরও অর্থ বাঁচবে ও দেশের অর্থনৈতিক উন্নতি হবে।