বুধবার পর্যন্ত নারদ মামলার শুনানি মুলতুবির আর্জি খারিজ করল হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ

Read Time:2 Minute

 

সোমবারেই নারদ মামলায় চার অভিযুক্তদের গ্রেফতার করা হয়।এরপর বিচারপতি মধ্যে মতবিরোধে অন্তবর্তী জামিন নিয়ে জটিলতা তৈরি হয়। জেল হেফাজৎ থেকে গৃহবন্দি করা হয় সুব্রত-ফিরহাদ-মদন-শোভনকে।

বুধবার পর্যন্ত নারদ মামলার শুনানি মুলতুবির আর্জি খারিজ করল হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ।তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়, হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ গঠনের প্রশাসনিক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে এদিনই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তদন্তকারী সংস্থা।কলকাতা হাইকোর্টে সিবিআইয়ের তরফে আর্জি জানানো হয়, তৃণমূল নেতাদের গৃহবন্দি করার নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট পিটিশন দাখিল করা হয়েছে। তাই শুনানি স্থগিত রাখা হোক।কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানির দিন পরশু অর্থাৎ ২৬ তারিখ পর্যন্ত পিছিয়ে দেওয়ার আবেদন জানান সলিসিটর জেনারেল তুষার মেহেতা।

হাইকোর্টে পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ তৈরি করা হয়। সেই বেঞ্চে রয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি হরিশ টন্ডন, বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ তুষার মেহেতাকে জানায়, রাজ্যে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আগামী কয়েকদিন আদালতে শুনানি সম্ভব নাও হতে পারে- এই বিষয়টিও খেয়াল রাখতে হবে।

আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি আদালতে সওয়াল করার সময় বলছেন, “সিবিআই-র এই ভূমিকা আগে দেখা যায়নি।”অন্যদিকে সিবিআই-র আইনজীবী জেনারেল তুষার মেহতা সওয়াল করার সময় বলেছেন, “মুখ্যমন্ত্রী সিবিআই দফতরে গিয়ে বসে আছেন, এমন ঘটনায় আগে দেখা যায়নি। এটা অন্য মামলায়তেও প্রভাব ফেলবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *