
বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য আজ ছুতোর মিস্ত্রি
তিনি ছিলেন ২০১৫ সালে মাইকেল ক্লার্কের বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য। তার নাম জেভিয়ার ডোহার্তি, তিনি লেফট হ্যান্ড স্পিনার। বর্তমানে তিনি ছুতোর মিস্ত্রির কাজ করছেন। ৬ বছর আগে ওই বিশ্বকাপ জয়ের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ডোহার্তি।
কিন্তু অভাবের জন্য নয়, ভালবাসা থেকেই এই পেশা বেছে নিয়েছেন তিনি। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কী করবেন, তা ভেবে রাতে ঘুম আসত না ডোহার্তির। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সংস্থার সাহায্যে তিনি এই পেশার চলে আসেন। একটি ভিডিওয় তিনি বলেছেন, ‘আমি এখনও এই কাজ শিখছি। অবশ্য তিনটে ধাপ পার করে ফেলেছি। এখন নির্মাণকাজের জায়গায় বেশি সময় কাটাচ্ছি। উপভোগও করছি।’
এরপরই ডোহার্তির সংযোজন, ‘ক্রিকেট ছাড়ার পর প্রথমে বুঝতেই পারছিলাম না কী করব। এক বছর যা মনে হয়েছে, তাই করেছি। পাহাড়ে গিয়েছি, অফিসের কাজ, ক্রিকেটের কাজ প্রায় সবই করেছি। এরপর হঠাত্ করেই এই কাজে আসা। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সংস্থাকে ধন্যবাদে। ক্রিকেট ছাড়ার পর অনেকেরই মানসিক অবস্থা ঠিক থাকে না। আমার খেয়াল রেখেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।’ আন্তর্জাতিক কেরিয়ারে মাত্র চারটি টেস্ট খেলেছেন ডোহার্তি। তবে একদিনের ক্রিকেট এবং টি-২০ মিলিয়ে ৫৫ এবং ৬০ উইকেট রয়েছে তাঁর।