সোনারপুর থেকে উদ্ধার বারুদের স্তূপ !
২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : সোনারপুরের খেয়াদায়ে বোমাবাজি উদ্ধার জেরে উত্তপ্ত সোনারপুর । অভিযোগ উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও তৃণমূলের দলীয় পতাকা, ব্যানার ছিঁড়ে, পুড়িয়ে দেওয়ার দুষ্কৃতীদের বিরুদ্ধে। নরেন্দ্রপুর থানার পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে । স্থানীয় সূত্রে খবর , গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ খেয়াদা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রানাভূতিয়া এলাকায় পরপর দুটি বোমা ছোড়া হয় । বোমার সুতলি ঘটনাস্থল থেকে উদ্ধার হয়। কী কারণে বোমাবাজি , খতিয়ে দেখছে পুলিশ ।
উল্লেখ্য, নরেন্দ্রপুরের খেয়াদহ ২নম্বর গ্রাম পঞ্চায়েতের দাসপাড়ায় বাড়ির পাশে একটি মাঠে খেলছিল ৫ জন বালক। অভিযোগ ওঠে , দুষ্কৃতীরা মাঠের পাশেই একটি পরিত্যক্ত ঘরে বোমা মজুত করে রেখেছিল । ৫ জন বালক খেলতে খেলতে ওই ঘরের কাছে চলে যায় । দুষ্কৃতীরা তাদের সেখান থেকে চলে যেতে বলে । কিন্তু কথা না শোনায় , দুষ্কৃতীরা বাচ্চাদের লক্ষ্য করে পরপর দু’টি বোমা ছোড়ে । গত ২৮ অক্টোবর, সোনারপুরের খেয়াদায় নাবালকদের ওপর বোমা ছোড়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে । এই জেরে জখম হয় ৫ জন নাবালক। এছাড়াও গত অক্টোবরে উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় , বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে এক শিশুর মৃত্যু হয়। বিস্ফোরণে হাত উড়ে যায় আরেক বালকের। সেই ঘটনার ৩ দিনের পর দক্ষিণ ২৪ পরগনায় বোমা বিস্ফোরণ হয় । জখম হয় ৫ জন বালক। বালকদের লক্ষ্য করেই বোমা ছোড়ার চাঞ্চল্যকর অভিযোগ ওঠে ।
জেলায় জেলায় অসংখ্য পরিমাণে বোমা উদ্ধার হচ্ছে । সামনেই পঞ্চায়েত ভোট তার আগেই এই ভাবে বোমা উদ্ধার হচ্ছে । সাধারণ মানুষকে পড়তে হচ্ছে বিপাকে। খেয়াদায় বোমাবাজির জেরে সোনারপুরে চাঞ্চল্য ছড়িয়েছে। কী কারণে এই ভাবে বোমাবাজি , খতিয়ে দেখছে পুলিশ ।