প্রেমিক ফোন না ধরায় আত্মঘাতী কিশোরী

24Hrs Tv, ওয়েব ডেস্কঃ প্রেমিক ফোন ধরছিল না, দেখা করতেও রাজি হচ্ছিলেন না। জানা গিয়েছে, এই কারণেই বিষ খেয়ে আত্মঘাতী ১৬ বছরের কিশোরী। প্রাণের চেয়ে প্রিয় বান্ধবীর সঙ্গে বিচ্ছেদের কথা ভেবে বিষ খায় আর ২ কিশোরী। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে হাসপাতাল সূত্রের খবর। অপরজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে।
একই স্কুলের একই ক্লাসের ছাত্রী মধ্যপ্রদেশের সেহর জেলার আস্থা শহরের ওই তিনজন। তাদের মধ্যে একজন ইন্দোরের একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে মেয়েটির ফোন ধরছিল না তার প্রেমিক। গত শুক্রবার রাগ ভাঙাতে সাতসকালে স্কুল ফাঁকি দিয়ে বাড়ি থেকে ১০০ কিলোমিটার দূরে ইন্দোর শহরে হাজির হয়েছিল স্কুল পড়ুয়া কিশোরী। সঙ্গে ছিল দুই বান্ধবী। দীর্ঘক্ষণ স্থানীয় একটি পার্কে অপেক্ষা করে তারা। কিন্তু ছেলেটি ফোনও ধরেনি, দেখাও করেনি। এরপরই সঙ্গে থাকা বিষ খেয়ে নেয় নাবালিকা প্রেমিকা। তাকে দেখাদেখি আরেক কিশোরীও একই ঘটনা ঘটায়। দুই কাছের বান্ধবীর ওই অবস্থা দেখে তৃতীয় জনও বিষ খেয়ে ফেলে।
অচৈতন্য অবস্থায় দীর্ঘক্ষণ পার্কে পড়েছিল তিন কিশোরী। স্থানীয় বাসিন্দারা তাদের ওই অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। তাদের শারীরিক অবস্থার অবনতি হলে এম ওয়াই হাসপাতালে তিনজনকে স্থানান্তরিত করা হয়। চিকিৎসা চলাকালীন দুই কিশোরীর মৃত্যু হয়। অপরজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে। সেই নাবালিকা পরিবার ও পুলিশকে পুরো বিষয়টি জানিয়েছে এমনটাই সূত্রের খবর।
উল্লেখ্য, অ্যাডিশনার ডেপুটি কমিশনার প্রশান্ত চৌবে জানান, প্রেমিকের বিরহে বিষ খেয়ে আত্মহত্যা করে এক কিশোরী। দুই বান্ধবীকে মৃত্যুর পথ বেছে নিতে দেখে বিষ খায় তৃতীয়জনও। তবে বরাতজোড়ে সে বেঁচে যায়। চিকিৎসাধীন ওই কিশোরীই পুলিশকে পুরো বিষয়টি জানিয়েছে। তবে মৃত দুজনের কাছ থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি এমনটাই সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *