পুরুলিয়ায় স্কুলের শৌচাগারের দেওয়াল ভেঙে মৃত কিশোর

Read Time:2 Minute

24Hrs Tv, ওয়েব ডেস্কঃ স্কুলের শৌচাগারের দেওয়াল ভেঙে মৃত অঙ্গনওয়াড়ির পড়ুয়া। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার আদ্রা থানার শ্যামসুন্দরপুর এলাকায়। ছাত্রের নাম মণীন্দ্র চিত্রকর। বয়স ৯ বছর। পুরুলিয়ার আদ্রা থানার শ্যামসুন্দরপুর গ্রামের বাসিন্দা সে। জানা গিয়েছে, নিয়মিত শ্যামসুন্দরপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেত ওই কিশোর। শুক্রবার সকাল ৭ টায় স্কুলে যায় সে। কয়েকজন পড়ুয়া স্কুল চত্বরে খেলাধূলো করছিল। তাদের মধ্যেই ছিল মণীন্দ্র। অঙ্গনওয়াড়ি চত্বরেই রয়েছে শ্যামসুন্দরপুর প্রাথমিক স্কুল। জানা গিয়েছে, খেলতে খেলতে মণীন্দ্র স্কুলের শৌচাগারের দেওয়াল বেয়ে ওঠার চেষ্টা করে। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দেওয়াল।
গুরুতর আহত হয় মণীন্দ্র। তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে নিয়ে যায় রঘুনাথপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে ছাত্রকে মৃত বলে ঘোষণা করে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। স্থানীয় বিডিও রবিশংকর গুপ্তা জানান, কীভাবে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
এবিষয়ে রঘুনাথপুর মহকুমার পুলিশ আধিকারিক অজয় গণপতি কুমার বলেন, “শিশুটি অঙ্গনওয়ারি কেন্দ্রের পড়ুয়া বলেই প্রাথমিকভাবে জেনেছি।” তবে রঘুনাথপুর ১ নম্বর ব্লকের সুসংহত শিশু বিকাশ প্রকল্পের আধিকারিক রীতেশ দিন্দা জানান, শিশুটি অঙ্গনওয়াড়ির পড়ুয়া বলে কোনও তথ্য তাঁর কাছে যায়নি।
উল্লেখ্য, মালদহে গতকালই একই ঘটনা ঘটেছে। স্কুলে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে ১৫ জনকে আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *