
নিউটাউনের মৃধা মার্কেটে ভয়াবহ আগুন
২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : আজ নিউটাউন থানা অন্তর্গত মৃধা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড । খালপাড় সংলগ্ন বেশ কিছু দোকান পুড়ে ছাই হয়ে যায় । স্থানীয় সূত্রে খবর , ভোরচারটে নাগাদ নিউটাউন মৃধা মার্কেটে খালের ধারে আগুন লাগে । অস্থায়ী দোকানে আগুন দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। নিমেষের মধ্যে আগুনের শিখা ছড়িয়ে পড়ে পর পর ১০ থেকে ১২ টি দোকানে।যেহেতু প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ বাঁশ, প্লাই, দিয়ে এই অস্থায়ী দোকানগুলো তৈরি সেই কারণে আগুন দ্রুত ছড়িয়েছে বলে অনুমান দমকলের । খবর পেয়ে দ্রুত দমকলের তিনটি ইঞ্জিন হাজির হয় ।
যদিও পাশাপাশি খাবারের দোকানগুলিতে গ্যাস সিলিন্ডার মজুত থাকায় আগুনের ভয়াবহতা আরও বেড়ে যায় । শুধু তাই নয় বিকট শব্দ করে গ্যাস সিলিন্ডার ফাটতে থাকে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল স্থানীয় মানুষজন আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেন। দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে । স্থানীয়দের দাবি , দোকানে থাকা বেশ কয়েকটা সিলিন্ডার ফেটে আগুন লাগে।সেখানে দমকলের বাহিনীর দীর্ঘ আড়াই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।