ডোমজুড়ের সরস্বতী কমপ্লেক্সের একটি ক্যামিকাল কারখানাতে ভয়াবহ আগুন !

Read Time:1 Minute

২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : ডোমজুড় বিধানসভা এলাকায় মঙ্গলবার বিকেলে অগ্নিকান্ডের ঘটনা ঘটে । ডোমজুড়ের জাতীয় সড়কের ধারে সরস্বতী কমপ্লেক্সের একটি ক্যামিকাল কারখানাতে ঘটে এই অগ্নিকান্ডের ঘটনা। কারখানার ভিতরে কাজ চলাকালীন আগুন লাগার ঘটনা ঘটায় স্বভাবতোই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই কমপ্লেক্সে। কারখানাতে প্রচুর পরিমানে দাহ্য পদার্থ মজুত থাকার দরুন আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

সূত্রের খবর , কারখানার কর্মীরা স্থানীয় দমকলে খবর দিলে সেখান থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়।ওই কারখানার আগুন নেভানোর কাজ চালাচ্ছে দমকল কর্মীরা। সূত্রের খবর, প্রয়োজনে আরও ইঞ্জিন আনতে হতে পারে । মূলত শর্ট সার্কিট থেকেই আগুন লাগার ঘটনা বলেই অনুমান করা হচ্ছে। যদিও আগুনের ঘটনায় কারোর হতাহতের খবর নেই বলেই জানা গেছে। কমপ্লেক্সের অন্যান্য শ্রমিকদের অভিযোগ অবৈধ ভাবে এই কারখানাটি চলছিল। নানা ধরণের দাহ্য পদার্থ নিয়ে এখানে কাজ হতো। ওই কারখানার একটি ইউনিটে আগুন লেগে তা পাশের ইউনিটে ছড়িয়ে যায় প্রায় এক ঘন্টা ধরে আগুন জ্বলছে। অভিযোগ উঠেছে দমকলের গাড়ি এসেছে তাতেও বেশি জল নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *