
নারায়ণপুরে আসবাবের গুদামে ভায়ানক আগুন !
২৪ আওয়ার্স টিভি, ওয়েব ডেস্ক : ফের আসবাবের গুদামে ভায়ানক আাগুন । গতকাল রাত ১২টা নাগাদ রাজারহাটের কাছে নারায়ণপুরে আসবাবের গুদামে ভায়ানক আগুন লাগে । কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ । ঘটনাস্থলের কাছেই পেট্রোল পাম্প থাকার ফলে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন পৌঁছায়। দমকলের ৪টি ইঞ্জিনের প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে । আসবাবের গুদামটি সম্পূর্ণ ভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে । সূত্রের খবর ,শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে । প্রাথমিকভাবে এমনটাই মনে করছে দমকল বাহিনী । রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় রাতেই ঘটনাস্থলে যান।
উল্লেখ্য বড়দিনের আগে কলকাতার একটি বেকারিতে আগুন লাগে । এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । গভীর রাতে চারু মার্কেট এলাকায় বন্ধ বেকারিতে আগুন লাগে । এই আগুনে বেকারি ভস্মীভূত হয় যায় । উল্লেখ্য , স্থানীয় বাসিন্দারা জানান , রাত ৩টে নাগাদ আগুন লাগে । ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন পৌঁছায় । যদিও দমকলের ৫টি ইঞ্জিন ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । প্রশ্ন উঠছে বন্ধ বেকারিতে কীভাবে আগুন লাগল । এই ঘটনার তদন্ত দমকল শুরু করে ।