‘তদন্তে সহযোগিতা করছি’ ঝকঝকে সাদা শার্টে সিজিও কমপ্লেক্সে হাজির অভিষেক

Read Time:3 Minute

24Hrs Tv ওয়েব ডেস্ক : রেশমি খাতুন : সকাল ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দোপাধ্য়ায়। সাদা শার্টে কালো গাড়ি থেকে নামলেন অভিষেক। প্রায় এক ঘন্টা ধরে চলে টানা জিজ্ঞাসাবাদ। এরপর সেখান থেকে বেরিয়ে আসেন তিনি। বেরিয়ে সংবাদমাধ্য়মের মুখোমুখি হলেন তিনি। আত্মবিশ্বাসের সঙ্গে জানালেন তদন্তে সহযোগিতা করছেন তিনি, আবার ডাকলে আবার যাবেন। শুধু তাই নয় মহুয়া প্রসঙ্গে মুখ খোলেন তিনি। বললেন যে, ‘মহুয়া নিজের লড়াই নিজে লড়তে পারে’। তিনি আরও বলেন যে, বিজেপির এমন অনেক সাংসদের বিরুদ্ধে তো নিজেদের অধিকার ভঙ্গের অভিযোগ উঠেছে ( স্বাধিকার ভঙ্গের অভিযোগ ) , তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না বলেও প্রশ্ন তোলেন অভিষেক। তিনি আরও বলেন যে ” ইডির সব প্রশ্নের উত্তর দিয়েছি”।

তবে এটা প্রথমবার নয় এর আগেও একাধিকবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন অভিষেক। আর প্রত্য়েকবারের মত এবারও আত্মবিশ্বাসের বদল হয় নি তাঁর। ‘চিত্ত যেথা ভয়শূন্য় উচ্চ যেথা শির’ এর মত বললেন তদন্তে সহযোগিতা করছেন তিনি। আবার ডাকলে আবার আসবেন। আত্মবিশ্বাস অটল থাকলেও বদল হয়েছে পোশাক। কালো পোশাক পরে প্রত্য়েকবার হাজিরা দিতে এলেও এবার দেখা গেল ঝকঝকে সাদা পোশাকে হাজির তিনি। এর আগে তাঁকে পোশাক নিয়ে প্রশ্ন করা হলে জানিয়েছিলেন তিনি রং পড়েন না, কালো আর সাদা তাঁর ভালো লাগে। তবে তখন এও বলেছিলেন পরেরবার রং বদলে আসবেন তিনি। সেইমত তাঁকে সিজিও কমপ্লেক্সে দেখা গেল সাদা পোশাকে।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন নেতা থেকে মন্ত্রী। তদন্ত এখনও চলছে। জিজ্ঞাসাবাদেরও অন্ত নেই। তবে অভিষেককে টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। তার আগেও কখনও ৬ ঘণ্টা, কখনও বা ৮ ঘণ্টা জেরার মুখোমুখি হয়েছেন তিনি। আচমকাই অভিষেক’কে হেঁটে বাইরে আসতে দেখা যায়। এক ঘণ্টার মধ্যে সিজিও দফতরের কাজ মিটেছে তাঁর। তিনি বলেন ”ওঁরা তথ্য চেয়েছিলেন। আমি ওঁদের ৬০০০ পাতার নথিপত্র জমা দিয়ে এসেছি।” যদিও তিনি বলেছেন আবার ডাকলে আবার যাবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *