পরনে থাকে কালো রঙের টি-শার্ট, বিদেশের মাটিতে একেবারে ভোলবদল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Read Time:2 Minute

24Hrs Tv ওয়েব ডে্সক : চোখের চিকিৎসার জন্য এই মুহূর্তে আমেরিকায় রয়েছেন অভিষেক। তাঁর ঘনিষ্ঠ সূত্রে খবর, আগামী মঙ্গলবার অভিষেকের চোখের অস্ত্রোপচার হওয়ার কথা। তার আগে রবিবার ইনস্টাগ্রামের ‘স্টোরি’তে নিজস্বী পোস্ট করেছেন অভিষেক। সেখানেই তাঁর এই ‘লুক’ধরা পড়েছে। ছবির সঙ্গে অভিষেক লিখেছেন,‘‘ব্রাইট সানি সানডে মর্নিং ইন নিউইয়র্ক।’’রবিবার হুগলির তারকেশ্বর মন্দিরে পুজো দিয়েছেন অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ তারকেশ্বর মন্দিরে যান রুজিরা। অভিষেকের স্ত্রীর সঙ্গে ছিলেন তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু-সহ বেশ কয়েক জন তৃণমূল কাউন্সিলর। দুধপুকুরে হাত-পা ধুয়ে মন্দিরের গর্ভগৃহের বাইরে থেকে পুজো দেন রুজিরা। প্রায় আধ ঘন্টা মন্দিরে সময় কাটান তিনি। মন্দিরের বিভিন্ন চত্বর ঘুরে বেলা ১২টায় সেখান থেকে বেরিয়ে যান অভিষেক-ঘরনি। স্থানীয় তৃণমূল নেতারা জানিয়েছেন, পরিবারের মঙ্গলকামনা করে পুজো দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের স্ত্রী।

নিউইয়র্কের রাস্তায় বেরিয়েছেন তৃণমূল সাংসদ। চোখের চিকিৎসার জন্য এই মুহূর্তে আমেরিকায় রয়েছেন তিনি। রাজনৈতিক কর্মসূচিতে তাঁকে মূলত সাদা রঙের পাজামা-পঞ্জাবিতেই দেখা যায়। মাঝে মধ্যে তাঁর পরনে থাকে কালো রঙের টি-শার্ট। বিদেশের মাটিতে একেবারে ভোলবদল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সাদা-কালোকে সরিয়ে ল্যাভেন্ডার রঙের টি-শার্ট পরে একেবারে অন্য অবতারে ধরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। চোখে রোদচশমা, পরনে টি-শার্ট, ক্লিন-শেভড মুখ, পিঠে ব্যাকপ্যাক। ২০১৬ সালের অক্টোবরে মুর্শিদাবাদে এক দলীয় কর্মিসভা থেকে ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন অভিষেক। তাঁর চিকিৎসার জন্য এই মুহূর্তে আমেরিকায় রয়েছেন অভিষেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *