‘উচ্চতর বেঞ্চে যাওয়ার রাস্তা খোলা আছে’ সিঙ্গল বেঞ্চের রায় নিয়ে তাঁর বক্তব্য স্পষ্ট করলেন অভিষেক

Read Time:4 Minute

24Hrs Tv ওয়েব ডেস্ক : নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় তাঁকে এবং বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষকে ডেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই জেরা করতে পারবে বলে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন অভিষেক। যার প্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলাটি স্থানান্তরিত করেছিল দেশের শীর্ষ আদালত। কিন্তু সেই এজলাসেও স্বস্তি পেলেন না অভিষেক। উল্টে ২৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল তাঁকে। বহাল থাকল গঙ্গোপাধ্যায়ের পূর্ববর্তী নির্দেশ, সেই রায় দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিন্হা‌। ধৃত তথা বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ ইডি এবং সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ করে জানিয়েছিলেন যে, তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য চাপ দেওয়া হচ্ছে। কুন্তল ঘোষ দাবি করেছিলেন তাঁর মুখ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য চাপ দিচ্ছেন তদন্তকারীরা। অভিযোগ জানিয়ে নিম্ন আদালতে চিঠিও দেন কুন্তল। চিঠি দিয়েছিলেন হেস্টিংস থানাতেও। সেই চিঠি প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ ছিল, ইডি কিংবা সিবিআই প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা যেতে পারে। বিচারপতি অমৃতা সিন‌হার বেঞ্চে এই মামলা গেলে তিনি এই প্রসঙ্গে জানিয়েছিলেন, “আদালতের দরজা ২৪ ঘণ্টা ৭ দিন খোলা থাকবে। প্রয়োজন মনে করলে যখন খুশি আসবেন। কিন্তু কোনও রক্ষাকবচ নয়।”

সেই রায়ের প্রেক্ষিতেই অভিষেক বলেছেন, ‘একক বেঞ্চ যা নির্দেশ দেওয়ার দিয়েছে। তদন্তের স্বার্থে যদি তাঁকে ডাকা হয়, তবে তিনি অবশ্যই যাবেন। পাশাপাশি আরও জানিয়ে রাখেন তিনি যে দরকার হলে ‘আমি যাত্রা থামিয়ে যাব’। সহযোগিতা করব। এটা আমার কর্তব্য।’ আপাতত অভিষেক কলকাতার বাইরে তৃণমূলের নব জোয়ার যাত্রা কর্মসূচিতে রয়েছেন। সেইখানে ব্যস্ত রয়েছেন তিনি। কিন্তু তদন্তের স্বার্থে তিনি এই কর্মসূচি থামিয়ে ইডি সিবিআই এর কাছে যাবেন। এমনটাই জানিয়েছেন তিনি। তবে পাশাপাশিই অভিষেক বলেছেন, তিনি ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বা কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করবেন। তাঁর কথায়, ‘‘দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমার সামনে উচ্চতর বেঞ্চে বা আদালতে যাওয়ার রাস্তাও খোলা আছে।’’ বৃহস্পতিবার যখন অভিষেক এ কথা বলছেন, তখন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিন্‌হার একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন তাঁর আইনজীবী কিশোর দত্ত। প্রধান বিচারপতি মামলা করার অনুমতিও দিয়েছেন। শুক্রবার সেই শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *