
‘পারলে আমাকে আটকে দেখান’ নোটিসে সাড়া দিচ্ছেন না অভিষেক
24Hrs Tv ওয়েব ডেস্ক : দিল্লির কর্মসূচির কারনে আপাতভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নোটিসে সাড়া দিচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি যাচ্ছেন তিনি। শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে জানিয়ে দিলেন সে কথা। আগামী ৩ অক্টোবর কলকাতার সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছে ইডি। বৃহস্পতিবারই এ সংক্রান্ত নোটিস পৌঁছেছে তাঁর কাছে। এদিকে ২ ও ৩ অক্টোবর অভিষেকের দিল্লির কর্মসূচি বহুদিন আগেই নির্ধারিত। এই অবস্থায় তিনি যে দিল্লির ধরনা কর্মসূচিতেই থাকবেন, এদিন তা স্পষ্ট করে দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘সব বাধার মধ্যেই বঞ্চনার বিরুদ্ধে লড়াই জারি থাকবে। পারলে আমাকে আটকে দেখান’ চ্যালেঞ্জ অভিষেকের।
এর আগে তিনি জানিয়েছিলেন, ইডি তাঁকে আবারও তলব করেছে। রাজনৈতিক কর্মসূচির দিন তলব করার দিনটাকে বারবার কেন বেছে নেওয়া হচ্ছে এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। ইডির বিরুদ্ধে পক্ষপাতীত্ব করার অভিযোগও তুলেছিলেন তিনি। তবে এবার তাঁর দাবি, মানুষের প্রাপ্যর লড়াইয়ে নেমেছেন এবার। তাই দিল্লির কর্মসূচিই এবার তাঁর অগ্রাধিকারে। ২ এবং ৩ রা অক্টোবর দিল্লিতে কর্মসূচিতে যোগদান করবেন তিনি।