
অভিষেক আগামী সপ্তাহে মেঘালয় সফরে, যেতে পারেন দিল্লিও
24Hrs Tv, ওয়েব ডেস্কঃ পুরোদমে প্রস্তুত পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের শাসকদল। ফের ত্রিস্তর পঞ্চায়েতে ঘাসফুল ফোটাতে শীর্ষ নেতৃত্বেরও নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। সমর্থকদের চাঙ্গা করা, জেলায় জেলায় ঘুরে কর্মী, ভোট নিয়ে পরামর্শ দেওয়ার মতো গুরুদায়িত্বের কাজে শামিল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও। অভিষেক দিল্লি সফরে যাচ্ছেন বলেও খবর। মেঘালয়েও যেতে পারেন তিনি।
তিনি ডায়মন্ড হারবার অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সংসদীয় কেন্দ্রে যাবেন আগামী ১৫ তারিখ। সেখানে পর্যালোচনা বৈঠক রয়েছে তাঁর। ১৭ তারিখ বেরিয়ে যেতে পারেন মেঘালয়ে, এমনটাই সূত্রের খবর। জানা গিয়েছে, ১৭ এবং ১৮ নভেম্বর তাঁর শিলংয়ে থাকার সম্ভাবনা। উত্তরপূর্বের ছোট্ট রাজ্যে শাখা বিস্তার করেছে তৃণমূল। সূত্রের খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা সদলবলে যোগ দিয়েছিলেন ঘাসফুল শিবিরে। একাধিকবার দলীয় নেতা-কর্মীদের সঙ্গে দেখা করতে অভিষেক আগেও শিলং গিয়েছেন। এবারও যেতে পারেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ২৭ শে নভেম্বর দিল্লি যেতে পারেন। ২৭ ও ২৮ শে নভেম্বর তাঁর দিল্লিতে থাকার সম্ভাবনা। সম্ভবত সংসদে শীতকালীন অধিবেশন চলবে। তবে অন্য কোনও সূত্রে তাঁর দিল্লি সফরযাত্রা হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।