
24Hrs Tv ওয়েব ডেস্ক : কয়লা পাচার কাণ্ডে বারবার নাম জড়িয়েছে তৃণমূলের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই মামলায় ইডি-র জেরার মুখোমুখি হয়েছেন অভিষেক। এর আগেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জেরা করেছেন, তাঁর স্ত্রী রুজিরাকেও জেরা করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার আসানসোলের মাটিতে দাঁড়িয়ে সেই কয়লা পাচার কাণ্ড নিয়েই সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং অভিষেকের নিশানায় ছিলেন বিজেপি নেতা তথা পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। যদিও সরাসরি নাম নিয়ে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক দাবি করেন যে, ২০২১ সালের পর বিজেপি ছেড়ে ফের একবার তৃণমূল কংগ্রেসে ফিরতে চেয়েছিলেন জিতেন্দ্র। এই প্রসঙ্গে উল্লেখ আছে যে ২০২১ সালের নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করেছিলেন জিতেন্দ্র তিওয়ারি। বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির হয়ে লড়েন, কিন্তু ভোটে হেরে যান তিনি। যদিও পরে নিজের অবস্থান শক্ত করেছিলেন জিতেন্দ্র। এবার জিতেনের বিরুদ্ধে এবার কয়লা পাচার কাণ্ডে যুক্ত থাকার অভিযোগ করলেন অভিষেক।
পশ্চিম বর্ধমানে ‘তৃণমূলে নবজোয়ার কর্মসূচি’র দ্বিতীয় দিনে বুধবার জনসংযোগ যাত্রার এক জনসভা থেকে আক্রমণ করেছেন অভিষেক বন্দোপাধ্যায়। এ দিন বিকেলে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের লাউদোহা ফুটবল ময়দানে হওয়া জনসভা থেকে ‘কয়লার চোরা কারবার ও কয়লা মাফিয়া’ ইস্যুতে বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একইসঙ্গে তিনি দুই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই ও ইডির বিশ্বাসযোগ্যাতা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর প্রশ্ন, ‘১৫ বছর হয়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি। সিবিআই কী করেছে? জ্ঞানেশ্বরী ট্রেন দূর্ঘটনার কী হয়েছে? সারদার টাকা মানুষেরা পেয়েছেন? নারদায় যাকে কাপড়ে মুড়ে টাকা নিতে দেখা গিয়েছে,তিনি বিজেপির এখন বড় নেতা।’ এইভাবে নাম না করে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
অভিষেক নাম না করে আরও জানিয়েছেন যে,’বিজেপি যে কয়লা কেলেঙ্কারির কথা বলে, এই পাণ্ডবেশ্বর এলাকার সবচেয়ে বড় কয়লা মাফিয়া যাকে নিজেদের দলে নিয়ে বিজেপি প্রার্থী করেছিল। কিন্তু এলাকার মানুষ তাঁকে প্রাক্তন বিধায়ক বানিয়েছেন। এখন থেকে তিনি আজীবন প্রাক্তন বিধায়কই থাকবেন।’ পাল্টা জিতেন্দ্রও। তিনি জানিয়েছেন যে ‘উনি আমার নাম করে বলেননি। অতীতে পাণ্ডবেশ্বরের বিধায়ক সিপিএমও ছিলেন’।