
অ্যাকাউন্ট সাফ অনলাইন কেনাকাটিতে পিএইচডি ছাত্রীর
24Hrs Tv, ওয়েব ডেস্কঃ অ্যাকাউন্ট সাফ হল অনলাইন কেনাকাটির ফাঁদে পড়ে! জানা গিয়েছে, সাইবার জালিয়াতের ফাঁদে পড়ে প্রায় দু’মাসের স্কলারশিপের টাকা খোয়ালেন এক পিএইচডি ছাত্রী। তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৯৬ হাজার টাকা তুলে নেওয়া হয়। অনলাইনে জিনিস অপছন্দ হওয়ায় ফেরত দিতেই এই বিপত্তি।
দিল্লি বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে পিএইচডি করছেন ওই ছাত্রী, পুলিশ সূত্রে খবর। ছাত্রীর বাড়ি উত্তর কলকাতায়। সম্প্রতি তিনি কলকাতায় আসেন একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। গত সপ্তাহে দৈনিক ব্যবহারের জন্য অনলাইন বিপণি থেকে ৬০০ টাকার জিনিস কেনেন তিনি। এক বন্ধুর ইউপিআই ব্যবহার করে টাকা মেটান, এমনটাই জানা গিয়েছে। কিন্তু জিনিসগুলি হাতে পাওয়ার পর তাঁর অপছন্দ হয়। শনিবার অনলাইন সংস্থার কর্মী পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন করে তাঁকে। সে টাকা ফেরতের জন্য ছাত্রীকে তাঁর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জানাতে বলে। অ্যাকাউন্ট নম্বর জানানোর কিছুক্ষণের মধ্যেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে শুরু করে জালিয়াতরা। কিছুক্ষণের মধ্যেই ৯৬ হাজার টাকা তুলে নেয় জালিয়াতরা। এরপরই সঙ্গে সঙ্গে মোবাইল বন্ধ করে দেয় জালিয়াতরা। জালিয়াতের খোঁজে পুলিশ।