
কুপিয়ে খুন করার অভিযোগ যুবকের বিরুদ্ধে, ধৃত যুবক
24HrsTv, ওয়েব ডেস্কঃ মা’কে লোহার রড দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালবাজার এলাকার মেটেলি থানায়। খুনের অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। মালবাজার মহকুমার মেটেলি ব্লকের চালসা সংলগ্ন মঙ্গলবাড়ি বস্তি এলাকায় ঘটেছে এই ঘটনা। জানা গিয়েছে, মৃত মহিলার নাম সোমারি ওঁরাও। খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। স্থানীয় সূত্রে খবর,গত মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। সে সময় বাড়িতে প্রবল অশান্তি চলছিল। বেশ কিছুক্ষণ বাবা ও মায়ের সঙ্গে বচসা হয় সাজানের। বচসার জেরেই সে লোহার রড দিয়ে মাকে মারতে থাকে এমনটাই অভিযোগ। গাছের ডাল দিয়েও তাঁকে আঘাত করে।
হেমশংকর ওঁরাও ছেলেকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে তাতে লাভ বিশেষ হয়নি। এদিকে তিনিও ছেলের হাতে মার খান। ওঁরাও পরিবারের অভিযোগ, লাগাতার আক্রমণের জেরে মাটিতে লুটিয়ে পড়েন সোমারি ওঁরাও। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বুধবার সকালে প্রতিবেশীরা বিষয়টি জানতে পারেন। মৃতদেহ উদ্ধার করে জলপাইগুড়ি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় সাজানকে। ছেলের মারে গুরুতর হেমশংকরও আহত হয়েছেন এমনটাই অভিযোগ। যদিও পুলিশ এখনই এ বিষয়ে কোনও মন্তব্য করতে নারাজ। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মেটেলি থানার আইসি সঞ্জীব নীলম কুজুর।