পাল্টা জবাব দিলেন অভিনেত্রী ‘ইধিকা পাল

Read Time:1 Minute

24 Hrs Tv ওয়েব ডেস্ক : কোয়েল বনিক : ছোটো পর্দা থেকে শুরু হলেও এখন তাঁর সাফল্য তুঙ্গে। তিনি আর কেও নয়, অভিনেত্রী ইধিকা পাল। তাঁর অভিনয়ের মাধ্যমে বিশেষ খ্যাতি অর্জন করেছেন তিনি। তবে এবার তাকে দেখা গেছে, সাকিব খানের বিপরীতে অভিনয় করতে। ছবির নাম ‘প্রিয়তমা’। ছবিও সুপারহিট। ক্যারিয়ার যখন তুঙ্গে তখন’ই কুমন্তব্য করে বসেন বাংলাদেশের অভিনেতা ডিপজল।
অভিনেতা বলেন, বাংলাদেশে আসা উচিত হয়নি ইধিকার। কারন, তাঁর পোশাক অশলীন। তবে অভিনেত্রী ও পাল্টা জবাবে বলেন, আমি সবে ইন্ডাস্ট্রিতে এসেছি। তবে আমার কাছে প্রশ্ন, কোনটা অশলীন? উনি আমার থেকে বড়ো। তাঁর থেকে আমি এটা আশা করিনি। অভিনেত্রী বলেন, ‘উনি আমার থেকে সিনিয়র’। পোশাক কখনও অশলীন হয় না, হয় মানুষের আচরন। ইধিকার বক্তব্যকে সমর্থন করেছেন দুই দেশের মানুষ। তবে কি তাঁর উন্নতি হওয়ায়, ঈর্ষাপরায়ণ-এর কারনেই এমন মন্তব্য করেছেন অভিনেতা ডিপজল।

এই মুহূর্তে ছোটো পর্দায় জনপ্রিয় মুখ ইধিকা পাল। ‘জি বাংলা’ চ্যানেলে’রিমলি’ জনপ্রিয় ধারাবাহিকে প্রধান চরিত্রে দেখা গিয়েছিল তাকে। তারপরে, পিলু সিরিয়ালেও অভিনয় করেছেন তিনি। তবে অভিনয়ে জগতে প্রথম নয় অভিনেত্রী ইধিকার। এর আগেও তাকে বহু খলনায়িকা চরিত্রে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *