
আবারও চর্চায় উঠল অভিনেত্রী ‘নন্দিনী চট্টোপাধ্যায়’
বাংলা সিরিয়ালে বর্তমানে হট টপিক নন্দিনী। ধারাবাহিকে’র শাশুড়ির অভিনয় করতে দেখা যায় নন্দিনী চট্টোপাধ্যায় কে। কখনও সে দজ্জাল আবার কখনও ভালো অভিনয় করেন তিনি। সম্প্রতি সময়ে, তিনি একটি ভিডিও এবং ছবি পোস্ট করেন। সেখানে তাকে দেখা যায়, একটি সমুদ্র সৈকতে। তা নিয়েই সমালোচনায় মেতে ওঠে নেটিজনেরা। তবে, তিনি সমদ্র সৈকতে পাড়ি দেওয়ার জন্য নয়, তাঁর চর্চা ওঠে বিকনি পরা ছবি নিয়ে। ইনস্টাগ্রামের একটি ভিডিও পোস্ট করেন তিনি। যা দ্রুত ভাইরাল হয়ে পরে নেটদুনিয়া। ভিডিও তে দেখা যায় কবিতা পাঠের সাথে জল নিয়ে খেলছেন অভিনেত্রী। কখনও বা পোজ দিয়ে ছবিও তুলছেন।

ভিডিও-র কণ্ঠে, তিনি নিজেই কবিতা পাঠ করেছেন বলে জানান। তবে সেদিকে কোন মন নেই দর্শকদের। তারা মেতে ওঠে, সেই বিকনি পরা ছবির দিকে। ছবি দেখেই কুমন্তব্যে ছড়িয়ে পরে তাঁর কমেন্ট বক্স। অভিনেত্রী’র ছবি’তে দেখা যায়, ফ্লোরাল প্রিন্ট বিকনি পরে জল নিয়ে খেলা করছেন তিনি। ইনস্টাগ্রামের ছবি ছাড়তেই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পরে চারদিকে। তাঁর সমালোচনার পাশাপাশি প্রশংসাও ভরে যায় তাঁর কমেন্ট বক্স। তবে, এইসব কোনোকিছুই তিনি কেয়ার করেন না। নিজের মতন থাকতে, জীবন উপভোগ করতেই ভালোবাসেন তিনি। এই বয়সে এসেও শরীর কে ফিট রেখেছেন অভিনেত্রী। এর আগে তাকে ‘জি বাংলা’ চ্যানেলে ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। বর্তমানে ‘মন দিতে চাই’ সিরিয়ালে শাশুড়ির চরিত্রে , এবং একাধিক সিরিয়ালে অভিনয় করতে দেখা যায় তাকে।
