“মমতাকে লেডি কিম” সম্বোধন শুভেন্দুর !

টুয়েন্টি ফোর আওয়ার্স টিভি ওয়েব ডেস্ক : বিজেপির নবান্ন অভিযান ঘিরে বিশেষ সতর্ক পুলিশ। রাজ্য জুড়ে কী হয় কী হয় অবস্থা! এই পরিস্থিতিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ‘লেডি কিম’ বলে সম্বোধন করে বসলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘নির্বাচন ছাড়া নবান্ন অভিযানের সময় নবান্নে গিয়ে চেয়ারে বসে পড়বে, বিজেপি একথা একবারও বলেনি। কিন্তু তৃণমূল কংগ্রেস এবং বাংলার সরকার, বিশেষ করে লেডি কিম পশ্চিমবঙ্গকে উত্তর কোরিয়াতে পরিণত করে ফেলেছেন। সেই লেডি কিম আমাদের বাংলার তথা কথিত কম্পার্টমেন্টার মুখ্যমন্ত্রী ভয় পেয়েই পালালেন। গোটা রাজ্যের যতরকমের পুলিশ আছে, সিভিক পুলিশ, প্রশিক্ষণে থাকা পুলিশ, সবাইকে রাস্তায় নামিয়ে দিয়েছেন।’

নন্দীগ্রামের বিধায়ক আরও বলেন, ‘তিনদিক থেকে তিনটি বড় মিছিল আসবে। তাকে নিরাপদ দূরত্বে আটকে দেওয়া হবে। এই আইন অমান্য অভিযান তো এই প্রথম নয় বাংলাতে। তৃণমূল বিরোধী দল থাকাকালীনও এ করেছে। কিন্তু এবারে সরকার যা করল, তা অভূতপূর্ব। জিআরপি বা আরপিএফ-এর সঙ্গে কথা না বলে রেল স্টেশনের মধ্যে ঢুকে আজকে কম করে ১.৫ লক্ষ লোককে রাস্তায় আটকেছে। বাস, ট্রেকার, ট্রাক যেখানে আছে আটকেছে। যাদের আসার কথা ছিল, তাদের মধ্যে ৩০ থেকে ৪০ শতাংশই আসতে পারছেন। যারা আসতে পেরেছেন, তারাও খুব লড়াই করে এসেছেন। আমি বেশ কয়েক জায়গার দৃশ্য দেখেছি, বীরভূম, কাঁথি। সেখানে ব্যারিকেড গুঁড়িয়ে দিয়ে এসেছে কর্মীরা। সাঁতরাগাছিতে তো প্রাচীর তৈরি করেছে।’

এর আগে এদিন টুইট করে শুভেন্দু পুলিশি অত্যাচারের অভিযোগও তোলেন। নন্দীগ্রামের বিধায়ক টুইট করে লেখেন, ‘গণতান্ত্রিক ভাবে করা এক রাজনৈতিক কর্মসূচিকে শেষ করে দেওয়ার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে মমতার বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। সাঁতরাগাছিতে স্টিলের ব্যরিকেড তাঁর উদ্বেগ ও ভীরুতার প্রতীক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *