মুর্শিদাবাদে অক্সিজেন প্ল্যান্ট লাগাতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন অধীর চৌধুরী

Read Time:2 Minute

করোনা সংক্রমণের হার আবার বৃদ্ধি পাচ্ছে দেশে। লকডাউনে পরিসংখ্যানটা কমেছে ঠিকই। রাজ্যের হালও এখন এক। যদিও লকডাউন চলাকালীন এরাজ্যে সংক্রমণের হার কিছুটা কমেছে। তবুও প্রতিদিন প্রায় ১৩ হাজারের কাছাকাছি মানুষ এই মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন।

এই পরিস্থিতিতে অক্সিজেনের ঘাটতি দেখা যাচ্ছে। যার ফলে মৃত্যু হয়েছে অনেক মানুষের। তাই এবার এই ঘাটতি মেটাতে নতুন অক্সিজেন প্ল্যান্ট বানানোর আর্জি জানালেন বহরমপুরের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি চিঠি লিখেছেন তিনি। যেখানে তিনি লিখেছেন, “মুর্শিদাবাদ মেডিকেল কলেজে অক্সিজেন প্লান্ট বসানো ও অত্যাধুনিক ভেন্টিলেটর যুক্ত দুটি অ্যাম্বুলেন্স কেনার জন্য আমার সংসার তহবিলের টাকা বরাদ্দ করা হয়েছিল। সেই বিষয়ে অনুরোধ জানিয়ে আমরা জেলাশাসক কে চিঠি লিখেছি। তার থেকে খোঁজ নিয়ে জানা গিয়েছে এই প্রস্তাব স্বাস্থ্যভবনে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু স্বাস্থ্য ভবন থেকে এখনও কোনো অনুমোদন আসেনি।”

বাংলার ভোটের সময় বোঝা যাচ্ছিল লাগামছাড়াভাবে বৃদ্ধি পাবে করোনার সংক্রমণ। আর তার জন্য প্রয়োজন হবে প্রচুর অক্সিজেন এবং ভেন্টিলেটর অ্যাম্বুলেন্সের। তাই অধীর চৌধুরী মুর্শিদাবাদের জেলাশাসক এর কাছে চিঠি লিখে অক্সিজেন প্ল্যান্ট তৈরির জন্য সাংসদ তহবিল থেকে টাকা‌ বরাদ্দ করার জন্য অনুরোধ জানিয়েছিলেন।
কিন্তু এখনও ‌সেই টাকা এসে পৌঁছায় নি। তাই বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর কাছে ‌আর্জি জানিয়েছেন অধীর। যাতে এই বিষয়ে মুখ্যমন্ত্রী সাহায্য পান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *