গুজরাতে টাটা, সরকারের ওপর আস্থা নিয়ে দাবি আদিত্য ঠাকরের

Read Time:3 Minute

24Hrs Tv, ওয়েব ডেস্কঃ গুজরাটে পাড়ি টাটার নয়া প্রকল্প। এই ঘটনাকে কেন্দ্র করেই ফের মহারাষ্ট্রে রাজনৈতিক চাপানউতোর। সম্প্রতি একের পর এক প্রকল্প হাতছাড়া হয়েছে মহারাষ্ট্রের। স্বাভাবিকভাবে ক্ষমতাসীন গোষ্ঠীর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছে ঠাকরে গোষ্ঠী। তাঁদের দাবি, উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর মন্ত্রিসভার শিল্পমন্ত্রী টাটা কর্তৃপক্ষের সঙ্গে লাগাতার আলোচনা চালিয়েছিল।
যদিও বিরোধীদের অভিযোগ খারিজ করে দিয়েছেন ফড়ণবিশ-শিন্ডের সরকার। চুক্তি নিয়ে টাটার সঙ্গে প্রাক্তন সরকারের কোনও সরকারি আলোচনা হয়নি এমনটাই জানা গিয়েছে।
কিছুদিন যাবত শিল্প ইস্যুতে সরগরম মহারাষ্ট্রের রাজনীতি। শুধু টাটার এয়ারবাস প্রকল্পই নয়, গত কয়েকদিন মহারাষ্ট্র ছেড়েছে বেদান্ত-ফক্সকন, বাল্ক ড্রাগ পার্ক, মেডিকেল ডিভাইস পার্স প্রকল্পও। আর সবকটি প্রকল্পের গন্তব্য হয়েছে গুজরাতে। জানা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি আসরে নেমে টাটা কর্তৃপক্ষকে চিঠি দেওয়া সত্ত্বেও টাটা এয়ার বাস প্রকল্প মহারাষ্ট্রের বদলে গুজরাটে চলে যাচ্ছে। অথচ দুই রাজ্যেই বিজেপির সরকার। এদিকে নাগপুরের বদলে গুজরাটের ভাদোদরায় চালু হতে চলেছে টাটা এয়ারবাস প্রকল্প।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশকে বিঁধেছেন আদিত্য ঠাকরে টাটা-এয়ারবাস প্রকল্প হাতছাড়া হওয়ার পর। তিনি বলেন, ‘এই সরকারের প্রতি শিল্পপতিদের কোনও আস্থা নেই।’এর জবাবে মহারাষ্ট্রের বর্তমান শিল্পমন্ত্রী উদয় সামন্ত জানান, ওঁরা হয়ত ব্যক্তিগতভাবে একাধিক বৈঠক করেছেন। সরকারিভাবে কিছু হলে তো তার নথি থাকত। কিন্তু টাটা আর মহারাষ্ট্র সরকারের মধ্যে বৈঠকের একটা নথিও নেই দফতরে সূত্রের খবর।
যদিও একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২১ সালের ডিসেম্বর মাসেই গুজরাটের চার শহরে রেইকি সেরে ছিল টাটা কর্তৃপক্ষ। সেই সময় কিন্তু মহারাষ্ট্রে আগাড়ি জোট সরকারই ক্ষমতাসীন। ফলত কার দোষে মহারাষ্ট্রের হাতছাড়া হল প্রায় ২ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ, তা নিয়ে একটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *