আগাম সতর্কতাবার্তাঃ সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের

24HrsTv, ওয়েব ডেস্কঃ রবিবার সকাল থেকেই সিত্রাংয়ের প্রভাবে উপকূলের জেলাগুলির আকাশ মেঘলা প্রকৃতির। আগাম সতর্কতা হিসেবে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি নিষেধাজ্ঞা। এই কয়েকদিন ফেরি সার্ভিস থাকবে বন্ধ।
বাংলায় যে ঘূর্ণিঝড় সিত্রাং আছড়ে পড়বে না তা আগেই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে এর প্রভাব পড়বে রাজ্যে, কারণ সুন্দরবনের ওপর দিয়ে বাংলাদেশে আছড়ে পড়বে সিত্রাং। আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করেছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রবিবার সকাল থেকেই উপকূলীয় জেলাগুলিতে। ইতিমধ্যেই বহু মানুষকে নিরাপদে সরানোর ব্যবস্থা করা হয়েছে। বৃষ্টি শুরু হবে সোমবার সকাল থেকেই জেলায় জেলায়। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া।
আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, সোমবার সুন্দরবন এলাকা দিয়ে ঢুকবে ঘূর্ণিঝড় সিত্রাং। মঙ্গলবার সকালে বাংলাদেশের তিনকোনা ও সন্দীপ এর মাঝামাঝি স্থলভাগে প্রবেশ করবে এই ঘূর্ণিঝড়। ঘণ্টায় গতিবেগ থাকবে ১০০ কিলোমিটার। এর প্রভাবে বাংলায় চলবে দুর্যোগ। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত। ভারী বৃষ্টির সর্তকতাবার্তা পূর্ব মেদিনীপুর ও সংলগ্ন পশ্চিম মেদিনীপুরে। মাঝারি মাপের বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এলাকায় এমনটাই জানা গিয়েছে। সোম ও মঙ্গলবার জলোচ্ছ্বাস হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার সমুদ্র উপকূলে। এর জেরে নদী বাঁধ নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সমুদ্রের জল ঢুকে পড়তে পারে নিচু এলাকায়। বাড়িঘর ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।
ওইদিন অতি ভারী বৃষ্টির কোনও সতর্কবার্তা নেই। কিছুটা হলেও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় বৃষ্টি হতে পারে। মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি এবং পূর্ব মেদিনীপুরে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ৮০ থেকে ১০০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইবে। পূর্ব মেদিনীপুরে ঝোড়ো হওয়ার গতিবেগ থাকবে ৬০ থেকে ৮০ কিলোমিটার। কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। এদিন উত্তর বঙ্গোপসাগরে ঝড়ের গতিবেগ থাকবে ৯০ থেকে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টায়।
দিঘা,মন্দারমণি তাজপুর, সাগর ও বকখালিতে সমস্ত রকম সমুদ্রের ধারে বিনোদনমূলক রাইড বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *