
পুরুলিয়ায় দুঃসাহসিক চুরি, সামনে এল সিসিটিভি ফুটেজ
24Hrs Tv, ওয়েব ডেস্কঃ এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল পুরুলিয়ার আড়শা থানা এলাকার একটি বীজের দোকানে। ভিডিও ফুটেজ পুলিশের হাতে তুলে দিয়ে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মালিক।
গত ২ রা নভেম্বর আড়শা বাজারে নিজের দোকান বন্ধ করে বাড়ি ফিরেছিলেন বীজ দোকানের মালিক বুদ্ধেশ্বর কুমার। বুধবার সকালে দোকান খোলেন তিনি। তালা ভাঙা ছিল। উধাও ৭৫ হাজার টাকা। দোকানের ভেন্টিলেটর ভাঙা অবস্থায় রয়েছে।
বুদ্ধেশ্বরবাবু জানান, এক যুবক সাইকেলে করে এসে ভেন্টিলেটর ভেঙে দোকানে ঢোকে। দেখা গিয়েছে, ৩ নভেম্বর ভোর রাতে একজন যুবক একটি টর্চ নিয়ে দোকানে প্রবেশ করে ড্রয়ার খুলে টাকা বের করছে। হাতে টাকার বান্ডিল পেয়ে সেটিকে প্রণাম করে চুমু খাচ্ছে।
তিনি সমস্ত সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে তুলে দিয়েছেন। এই ঘটনায় অভিযোগের দু’দিন পেরিয়ে যাওয়ার পরেও ঘটনার কিনারা করতে না পারায় যথেষ্ট আতঙ্কে রয়েছেন এলাকাবাসিরা।