রিস্ক বন্ডে সই করে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গোলপার্কের বাড়িতে গেলেন

Read Time:2 Minute

গত সোমবার নারদ মামলায় গ্রেফতার হওয়ার পর প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়েছিল শোভন চট্টোপাধ্যায়কে।মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি হতেই তাকে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়।

‘শোভনের অসুস্থতা আগে থেকেই ছিল। চক্রান্ত করা হচ্ছে। ক্ষোভে খাওয়া বন্ধ করেছেন শোভন। যেখানে আদালত গৃহবন্দি করে রাখার নির্দেশ দিয়েছে, সেখানে কেন আটকে রাখা হচ্ছে। এটা অগণতান্ত্রিক। ফিরহাদ হাকিম মন্ত্রী বলে বাড়ি ফিরতে পারবেন, সাধারণ মানুষ হলে পারবেন না, এটা কেন হচ্ছে? ফিরতে হলে পর্ণশ্রীর বাড়িতে আসতে হবে, এসব বলা হচ্ছে। চাপ আসছে। কোথা থেকে চাপ আসছে জানি না। চাপের কাছে নতিস্বীকার করেছে হাসপাতাল । সি বি আই হেফাজতের থেকেও খারাপ অবস্থা SSKM-এ’।এমন ই বলেছেন বৈশাখী বন্দ‍্যোপাধ‍্যায়।এই অভিযোগ তোলার কয়েক ঘণ্টায় মধ্যেই শোভনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। রিস্ক বন্ডে সই করে রাত সাড়ে আটটা নাগাদ হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।প্রথমে নিয়ে যাওয়া হল প্রেসিডেন্সি জেলে। সেখান থেকে তাঁকে গোলপার্কে বাড়িতে নিয়ে যাওয়া হয় ।সেখানেই আপাতত থাকবেন তিনি।প্রতি মুহূর্তেই শোভনের সঙ্গেই ছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

এছাড়া শোভন জানিয়েছেন,”হাসপাতালকে অনুরোধ করব,আমাকে বন্ডে ডিসচার্জ করে দিন। বিভিন্ন ধরনের যুক্তি দেখাচ্ছেন সুপার। অপ্রাসঙ্গিত কথা বলছেন। উপর থেকে নির্দেশ, উপদেশ আসছে। চক্রান্ত করে আমায় নিয়ন্ত্রণ করা যাবে না। ” তবে মেডিকেল বোর্ড শোভনকে এখনই বাড়ি ফিরতে দিতে রাজি ছিল না। কিন্তু তিনি কার্যত নিজের দায়িত্বেই বাড়ি ফেরার কথা বলছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *