ফের গ্রেফতার চিটফান্ড মামলায়

24Hrs Tv, ওয়েব ডেস্কঃ আবারও গ্রেফতারি চিটফান্ড মামলায়। রাজু সাহানি নামে এক ঘনিষ্ঠ
ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ। সুত্রের খবর সিবিআই-এর হাতে
গ্রেফতার রাজু ঘনিষ্ঠ সঞ্জয় সিং।মঙ্গলবার দুর্গাপুরের বাসিন্দা ধৃত সঞ্জয়
সিংকে গ্রেফতার করে সিবিআই। তাঁকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়
সিজিও কমপ্লেক্সে। একাধিক জায়গায় অসঙ্গতি থাকায়, তাঁকে গ্রেফতার
করা হয়। সিবিআই জানিয়েছে, অবশেষে সানমার্গ চিটফান্ড মামলাতেই
এই গ্রেফতারি।
সঞ্জয় সিংয়ের শারীরিক পরীক্ষার জন্য
হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যেই। বর্ধমানে একটি বেসরকারি অর্থলগ্নি
সংস্থার মামলায় তৃণমূল পুরপ্রধান রাজু সাহানি-সহ ৩ জনকে গ্রেফতার
করল সিবিআই। তাঁদের মধ্যে জামিন পেয়েছেন পুরসভার প্রাক্তন
প্রশাসক ও তৃণমূল নেতা প্রণব চট্টোপাধ্যায়।
আজ সকালেই দুর্গাপুরের ব্যবসায়ী সঞ্জয় সিংকে আসানসোলে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁকে আদালতে পেশ করা হবে আজই।

সূত্র মারফত জানা গিয়েছে, সিবিআই তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন
জানাবে। বেসরকারি অর্থলগ্নি সংস্থার সঙ্গে সঞ্জয় সিংয়ের একাধিক
ব্যবসার যোগ থাকার প্রমাণ হাতে এসেছে তদন্তকারীদের। ঠিক সে বিষয়ে
সঞ্জয় সিংকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তিনি
কোনও প্রশ্নেরই সঠিক উত্তর দেননি বলে জানা গিয়েছে। তাঁর ব্যবসা ও আর্থিক লেনদেন
সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য হাতে পেতে চাইছেন তদন্তকারীরা।
এই মামলা রাজু সাহানির নামে আদালতে বিস্ফোরক
তথ্য পেশ করেছে সিবিআই। সিবিআই জানাল, হংকং,
ব্যাঙ্কক-সহ তাইল্যান্ডে রাজুর ৩টি সংস্থার হদিস মিলেছে।
সৌম্যরূপ ভৌমিক নামে একটি ঘনিষ্ঠের নামে তাইল্যান্ডে
একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট-ও খোলা হয়েছে বলে দাবি তদন্তকারীদের।
উদ্ধার হয়েছে রাজুর বাড়ি, রিসোর্ট থেকেও ৮০ লক্ষ টাকা।
রাজুরই ঘনিষ্ঠ ব্যবসায়ী সঞ্জয় সিং। সেক্ষেত্রে বেসরকারি এই
অর্থলগ্নি সংস্থার টাকা তাঁর ব্যবসার খাতেও কাজে লেগেছে বলে
মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একাংশ।
সিজিও কমপ্লেক্সে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।
একাধিক জায়গায় অসঙ্গতি থাকায়, তাঁকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *