
দাউ দাউ করে জ্বলছে এগরা,পুলিশকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসিদের
24Hrs Tv ওয়েব ডেস্ক : আচমকাই বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল এলাকায়। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, হঠাৎ তীব্র বিস্ফোরণের আওয়াজ শোনা যায় গ্রামে। বিস্ফোরণের তিব্রতাই পুড়ে ছাই গোটা এলাকা। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে গ্রামের রাস্তায় ছিন্নভিন্ন দেহ ছড়িয়েছিটিয়ে রয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের আশঙ্কা, বিস্ফোরণের জেরে অনেকের মৃত্যু হয়েছে। আগে জেলা পুলিশ সুপার তিন জনের মৃত্যুর খবর জানিয়েছিলেন। বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ওই ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর জখম হয়েছেন সাত জন। মঙ্গলবার দুপুরের এই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এগরা থানার পুলিশ। ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। বিস্ফোরণের জেরে আগুন লেগে যায় একটি বাড়িতে। বেরোতে থাকে ধোঁয়াও। কানফাটানো শব্দ শুনে বেরিয়ে আসেন আশপাশের বাসিন্দারা। ঘটনা নিয়ে তোলপাড় গোটা রাজ্য।
ঘটনাস্থলে পুলিশ বাহিনি পৌঁছলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পুলিশকে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগ উঠেছে পোশাক ছিঁড়ে দেওয়ারও। পুলিশ জানিয়েছে, বাজি কারখানায় বিস্ফোরণের জেরে এই ঘটনা ঘটেছে। তবে এর পিছনে অন্য কিছু রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের পাশাপাশি, ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ইঞ্জিনও। এই ঘটনাই এনএআই তদন্তের দাবী শুভেন্দু অধিকারির। এ নিয়ে এগরার বিধায়ক তরুণ মাইতি বলেন, ‘‘ওখানে বাজি কারখানা ছিল বলে খবর পেয়েছি। পুলিশ আগেই তল্লাশি করে বন্ধ করেছিল। তার পরেও লুকিয়ে কারখানা চলছিল। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, ওই কাণ্ডে তদন্ত করবে সিআইডি। তবে এনআইএ তদন্তে আপত্তি নেই বলেও জানিয়েছেন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের জেরে বাজি কারখানাটি সম্পূর্ণ ভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জখমদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে নিকটবর্তী হাসপাতালে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি। সজনহারাদের পাশে গিয়ে দাঁড়ান তিনি। মৃতদের পরিবারকে আশ্বাস দেন তিনি। তবে পাশাপাশি তদন্তের দাবী জানান তিনি।
Average Rating