
আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে পর্দাফাঁস চোরাচালানকারীদের
24Hrs Tv, ওয়েব ডেস্কঃ পঞ্চায়েত নির্বাচন আসন্ন। রাজ্যে অস্ত্র চোরাচালানকারীদের পর্দাফাঁস হয়ে গেল তার আগেই। অস্ত্র চোরাচালান রুখে বড়সড় সাফল্য পেল বারুইপুর পুলিশ জেলার স্পেশ্যাল অপারেশন গ্রুপ। কাশীপুর থানার যৌথ অপারেশনে হাতেনাতে ধরে ফেলা হয় এক অস্ত্র পাচারকারীকে এমনটাই সূত্রের খবর। ওই ব্যক্তির কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র এবং কয়েক রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যেয় শোনপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সূত্র মারফত জানা যায়, রঘুনাথপুর গ্রাম থেকে এক ব্যক্তি কয়েকটি অস্ত্র নিয়ে শোনপুর বাজারে বিক্রির জন্য আসছে। সেই খবর পাওয়া মাত্রই আগে থেকে শোনপুর বাজারে কাশীপুর থানা ও স্পেশ্যাল অপারেশন গ্রুপের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন। বছর পঞ্চাশের এক ব্যক্তি মোটরসাইকেল করে শোনপুর অটো স্ট্যান্ডে হাজির হয়। পুলিশ নিশ্চিত হতেই ওই ব্যক্তিকে ঘিরে ফেলে এবং তল্লাশি চালালে তার ব্যাগ থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও পাচ রাউন্ড গুলি উদ্ধার হয়। পুলিশ ওই ব্যক্তির মোবাইল ও মোটরসাইকেল বাজেয়াপ্ত করেছে এমনটাই জানা গিয়েছে।
ধৃতের নাম আসান মোল্লা। কাশীপুর থানার বানিয়াড়া গ্রামের বাসিন্দা। পুলিশি জেরায় স্বীকার করেছে আগ্নেয়াস্ত্রগুলি বিক্রি করার জন্য নিয়ে এসেছিল ধৃত ব্যক্তি। ধৃতকে শনিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। এই অস্ত্রগুলি সে কোথা থেকে নিয়ে এসেছিল আর কাকেই বা বিক্রির ছক কষেছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।