৪৮ ঘণ্টা পরেও ফেরেনি জ্ঞান ঐন্দ্রিলার, প্রার্থনায় সহকর্মী ও অনুরাগীরা
24Hrs Tv, ওয়েব ডেস্কঃ ঐন্দ্রিলা শর্মার সঙ্কট এখনও কাটেনি। এখনও জ্ঞান ফেরেনি তাঁর, হাসপাতাল সূত্রে খবর। চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ঐন্দ্রিলার রক্তচাপ ছিল ১১০/৭০ আর পালস্ রেট প্রতি মিনিটে ১১২। নিউরো আইসিইউতে রাখা হয়েছে অস্ত্রোপচারের পর ঐন্দ্রিলাকে। হাসপাতালেই রয়েছেন ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্য ও বন্ধু সব্যসাচী। দুশ্চিন্তায় অভিনেত্রীর গোটা পরিবার।
গত মঙ্গলবার রাতে অভিনেত্রীকে ভরতি করা হয়েছে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। ব্রেন স্ট্রোক হয় ঐন্দ্রিলার, কোমায় রয়েছেন তিনি হাসপাতাল সূত্রের খবর। সেদিন রাতেই তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। কালার্স বাংলার ‘ঝুমুর’ধারাবাহিকের মাধ্যমে বাংলা টেলিভিশনের জগতে নিজের অভিনয় সফর শুরু করেন ঐন্দ্রিলা। এরপর স্টার জলসার ‘জীবন জ্যোতি’ধারাবাহিকেও মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। সান বাংলার‘জিয়ন কাঠি’ধারাবাহিকে অভিনয় করেন তুলির ভূমিকায়। বহুদিন ধরেই ক্যানসারের সঙ্গে পাঞ্জা লড়ছেন। একবার নয় দু’বার মারণ রোগ থাবা বসিয়েছে তাঁর শরীরে। দু’বারই ক্যানসারকে হার মানিয়েছেন অভিনেত্রী।
ঐন্দ্রিলা লিখেছিলেন, “দীর্ঘ লড়াইয়ের অবসান। আজ যে আমি কেমন অনুভব করছি তা বলে বোঝাতে পারব না। হয়তো এই দিনটি দেখতে পেতাম না, যদি আমার পরিবার ও সব্যসাচী পাশে না থাকতো, পাশে থাকা কাকে বলে আমি জেনেছি এই এক বছরে। আমি সত্যি ভাগ্যবতী”। পাশাপাশি হাসপাতাল ও চিকিৎসকদেরও ধন্যবাদ দিয়েছিলেন। সেই সঙ্গে জানিয়েছিলেন ইন্ডাস্ট্রির সেই সমস্ত মানুষদের, যাঁরা কঠিন সময়ে পাশে ছিলেন এবং খোঁজ নিয়েছেন। সবশেষে নিজের অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। সেই লড়াকু ঐন্দ্রিলাই আবারও হাসপাতালের বিছানায়। ফের তাঁর লড়াই বাঁচার জন্য।
ঐন্দ্রিলার সুস্থতা কামনা করছেন টেলিপাড়ার সহকর্মীরা। অনুরাগীরাও চাইছেন দ্রুত সুস্থ হয়ে ঘরে ফিরুক ঐন্দ্রিলা। সোশ্যাল মিডিয়াতেও তাঁর সুস্থতা কামনা করে লিখছেন বহু মানুষ।